নমস্কার বন্ধুরা আজকের এই পোস্ট এ আমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর ব্যাপারে আলোচনা করব । স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এ প্রতিবছর পশ্চিমবঙ্গের অনেক ছাত্র ছাত্রীরা আবেদন করে থাকেন । এই স্কলারশিপ টি খুব এ জনপ্রিয় এবং বিশ্বাস যোগ্য একটি স্কলারশিপ । পশ্চিমবঙ্গ সরকার এর প্রতিবছর খরচ বহন করে থাকে ।
ছাত্র ছাত্রীদের উচ্চ শিক্ষায় অনুপ্রাণিত করা এবং আর্থিক ভাবে কিছুটা হলেও সাহায্য করা যাতে তাদের পড়াশুনা তে কোন বাধা না পড়ে, এই জন্য এই স্কলারশিপ দেওয়া হয়ে থাকে । স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এ কিভাভে আবেদন করবেন ? কারা কারা আবেদন করতে পারবেন ? অনলাইন আবেদন করার নিয়ম ? স্ট্যাটাস চেক কিভাভে করবেন এ সব বিষয়ে আমরা এই পোস্ট এ বিস্তারিত ভাবে আলোচনা করব , তাই সময় নষ্ট না করে পোস্ট টি ভালো ভাবে পড়ুন ।
Swami Vivekananda Scholarship details
Contents
- 1 Swami Vivekananda Scholarship details
- 2 Swami Vivekananda Scholarship Eligibility Requirement
- 3 How to apply for Swami Vivekananda Scholarship 2022 online ?
- 4 Swami Vivekananda Scholarship Status Check
- 5 Renewal process of SVMCM
- 6 Amount in Swami Vivekananda Scholarship
- 7 QNA
- 7.1 What is the official site of Swami vivekananda scholarship portal?
- 7.2 Swami Vivekananda scholarship renewal last date 2022 ?
- 7.3 Swami Vivekananda scholarship helpline number ?
- 7.4 How can I get SVMCM application form ?
- 7.5 When will I get the amount of SVMCM scholarship ?
- 7.6 How can I check SVMCM Status ?
Swami Vivekananda Scholarship Eligibility Requirement
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এ আবেদন করার জন্য বিভিন্ন ক্লাসের জন্য বিভিন্ন রকম এর শর্তাবলী রয়েছে আজ এগুলিকে নিয়েই আমরা নীচে আলোচনা করব । মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, ডিপ্লোমা, গ্র্যাজুয়েশান, ইঞ্জিনিয়ারিং এসবে আবেদন করার জন্য কি কি যোগ্যতা লাগবে তা একে একে বলা হল –
Common Eligibility Criteria
- আপনার পরিবারের বার্ষিক আয় ২ লক্ষ ৫০ হাজার পর্যন্ত হতে হবে ।
- আপনাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে ।
Eligibility For Higher Secondary
একাদশ অথবা দ্বাদশ শ্রেণীর জন্য এপ্লাই করতে হলে আপনার মাধ্যমিক এর প্রাপ্ত নম্বর ৭৫% থাকতে হবে ।উচ্চ মাধ্যমিক এ বিজ্ঞান বিভাগ, কলা বিভাগ, কমার্স বিভাগ এর ছাত্র ছাত্রীরা এই স্কলারশিপ এ আবেদন করতে পারবেন ।
Eligibility for Under Graduate ( UG ) Course
UG অর্থাৎ Under Graduate কোর্স এ যারা যারা পড়াশুনা করছেন এবং আপনারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এ আবেদন করতে চাইলে, আপনার উচ্চমাধ্যমিক এ আপনার বাছাই করা পাঁচটি বিষয় এর প্রাপ্ত নম্বর ৭৫% এর বেশী থাকতে হবে, তবেই আপনি এপ্লাই করতে পারবেন । UG, GNM Nursing, Para medical diploma course, General Education এই সমস্ত কোর্স গুলিতে পাঠরত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন ।
আবার অনার্স কোর্স এ আপনার দ্বিতীয় বর্ষে আপনি এপ্লাই করতে পারবেন, প্রথম বর্ষে ৬০% এর বেশী নম্বর থাকলে । রীতিমত দ্বিতীয় বর্ষে ৬০% এর বেশী নম্বর থাকলে তৃতীয় বর্ষে গিয়ে এপ্লাই করতে পারবেন ।
Post Graduate Course ( PG )
PG অর্থাৎ Post Graduate কোর্স এ আবেদন করতে হলে UG অনার্স কোর্স এ ৫৩% নম্বর এবং ইঞ্জিনিয়ারিং এ ৫৫% নম্বর থাকলে তবেই আবেদন করা যাবে ।
Eligibility Criteria for Diploma Course
Diploma কোর্স এও আপনারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ (SVMCM) এর জন্য আবেদন করতে পারবেন ।যেসব প্রার্থীরা মাধ্যমিক পরীক্ষা পাশ করার পর ই ডিপ্লোমা কোর্স করছেন তারা ডিপ্লোমা কোর্স এর দ্বিতীয় বর্ষে এপ্লাই করতে পারবেন, মাধ্যমিক এ ৭৫% নম্বর থাকলে ।
Kanyashree K3 Scholarships applicant
যেসব ছাত্রীদের কন্যাশ্রী প্রকল্পে নাম আছে এবং ইউনিভার্সিটি অর্থাৎ PG COURSE এ ৪৫% নম্বর আছে তারা এই স্কলারশিপ তে আবেদন করতে পারবেন ।
How to apply for Swami Vivekananda Scholarship 2022 online ?
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আপনারা অনলাইন এর মাধ্যমে আবেদন করতে পারবেন । কিভাভে এই স্কলারশিপ টি আবেদন করবেন তার সম্পূর্ণ প্রক্রিয়া নীচে দেওয়া হল ।
step-1
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর আবেদন তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকেই করতে হবে । অফিসিয়াল ওয়েবসাইট টি হল https://svmcm.wbhed.gov.in/ অথবা এই লিঙ্ক এ ক্লিক করে সরাসরি আপনি সেই ওয়েবসাইট এ পৌঁছে যেতে পারবেন ।
Step-2
অফিসিয়াল ওয়েবসাইট এ যাওয়ার পর ‘ Log In ‘ করুন, আপনার আগে থেকে রেজিস্ট্রেশান করা না থাকলে আগে রেজিস্ট্রেশান করুন এবং তার পর লগ ইন করুন, আপনার ID ও Password দিয়ে ।
Step-3
এবার আপনার কাছে একটি নতুন পেজ খুলে আসবে সেখানে আপনাকে নির্দিষ্ট ভাবে সিলেক্ট করতে হবে আপনি যে ক্লাসের জন্য আবেদন করতে চাইছেন সেটার নীচে ‘ Fresh Application’ button তে ক্লিক করুন ।
উদাহরণ – আমি মাধ্যমিক এর জন্য আবেদন করতে চাই, তাহলে আমি এখন Higher Secondary তে পড়াশুনা করছি । অতএব আমি প্রথম অপসেন টিতে ক্লিক করব যেখানে ‘ Studying In Higher Secondery ‘ লেখা আছে ।
Step-4
তৃতীয় স্টেপ সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আপনার স্ক্রিন এ আবার একটি পেজ খুলে যাবে সেখানে আপনার নিজের তথ্য গুলি সব পূরণ করতে হবে । কি কি তথ্য আপনাকে ফিল আপ করতে হবে তা একনজরে দেখে নিন, তালিকাটি নীচে দেওয়া হল —
- Name of public qualifying exam name
- Name of the board/ college / University
- Year of qualifying exam
- Roll no. of last eligible board / council/ college / university
- Passing year of 10th standard board / council examination
- Roll no of 10th standard board / council examination
- Total marks obtained
- Overall percentage
- Basic Details
- Name
- Mobile number
- Email Id
- Religion
- Present course of study
- Select District
- Name of Institution
- Name of present course
- Duration of course
- Date of admission
এই তথ্য গুলি পূরণ করার পর আপনার Password টাইপ করুন ।
Step-5
পরের পেজ এ আপনার ফটো কপি এবং আপনার স্বাক্ষর করা একটি ছবি JPG / JPEG Format এ আপলোড করতে হবে । মনে রাখবেন ফটোকপি 10-20 kb এর মধ্যে হতে হবে । এই কাজ গুলি করা হয়ে গেলে Save & Next button এ ক্লিক করুন ।
Step-6
প্রমানপত্র এর জন্য আরও কতগুলি ডকুমেন্টস আপলোড করতে হবে , সেই ডকুমেন্টস গুলি কি কি তা দেখে নিন –
- Marksheet of last qualifying exam ( Both side )
- Admit card of last qualifying exam
- First page of your bank passbook
- Income certificate
- Online admission receipt
- Domicile certificate
step-7
যে ফর্ম তা আপনি ভালোভাবে চেক করে নিন এবং তারপর ‘Finalize application’ button এ ক্লিক করুন । এই অপসেন টি তে চেক করার আগে ভালোভাবে দেখে নিন যদি কোন ভুল থাকে তবে সেটা সংশোধন করা সম্ভব কিন্তু Finalize application তে ক্লিক করার পর আর সংশোধন করা যাবে না ।
Swami Vivekananda Scholarship Status Check
দেখে নিন কিভাভে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর স্ট্যাটাস চেক করবেন –
- প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট svmcm.wbhed.gov.in তে যান
- এবার লগ ইন আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন
- এবার Application Status তে ক্লিক করুন আপনি স্ট্যাটাস টি দেখতে পেয়ে যাবেন
এগুলি করে খুব সহজেই আপনার স্ট্যাটাস টি দেখতে পেয়ে গেলেন । এবার আপনি আন্দাজ করেই নিতে পারেন যে কতদিন পর টাকা টি আপনার অ্যাকাউন্ট এ এসে যাবে ।
Renewal process of SVMCM
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ Renewal করার নিয়ম –
প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে পর Application Id ও Password দিয়ে লগ ইন করে নিন । লগ ইন করার পর আপনি কোন ক্লাসের জন্য আবেদন করবেন সেটাতে ক্লিক করুন । আপনার Renewal করার অপসেন টি সেখানে পাওয়া যাবে । নির্দিষ্ট সময় এর আগেই আবেদন করে নিতে হবে নাহলে স্কলারশিপ এর টাকা পাওয়া যাবে না ।
Amount in Swami Vivekananda Scholarship
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কোন ক্লাসে কত করে টাকা দেওয়া হয় তা নীচে দেখে নিন –
Higher Secondary ( XI & XII ) – Rs 1000 per month | |
UG ( Arts & Commerce ) -Rs 1000 per month | |
UG ( Science ) -Rs 1500 per month | |
PG ( Arts & Commerce ) -Rs 2000 per month | |
PG ( Science ) -Rs 2500 per month | |
Diploma(Para-medical/ GNM/ Polytechnic) – Rs 1500 per month |
QNA
What is the official site of Swami vivekananda scholarship portal?
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর অফিসিয়াল ওয়েবসাইট svmcm.wbhed.gov.in |
Swami Vivekananda scholarship renewal last date 2022 ?
2022 শিক্ষাবর্ষে ফর্ম সাবমিট করার শেষ তারিখ 30.11.2022
Swami Vivekananda scholarship helpline number ?
হেল্পলাইন নম্বর – 18001028014 , E-mail Id
How can I get SVMCM application form ?
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ফর্ম অফিসিয়াল ওয়েবসাইট থেকে পাওয়া যাবে ।
When will I get the amount of SVMCM scholarship ?
স্কলারশিপ টি আবেদন করার ৩ থেকে ৪ মাস এর মধ্যেই আপনার ব্যাংক এর একাউন্ট এ সরাসরি টাকা চলে আসবে ।
How can I check SVMCM Status ?
অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে লগ ইন করুন আপনার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে । এরপর আপনার ড্যাশবোর্ড অ্যাপ্লিকেশান চেক করার একটি অপসেন পেয়ে যাবেন ।