Student Credit Card West Bengal 2023 – Apply online and Eligibility

Student Credit Card West Bengal : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে পড়ুয়াদের জন্য ক্রেডিট কার্ড এর ঘোষণা করলেন । ৩০ শে জুন থেকে ছাত্র ছাত্রীরা এই ক্রেডিট কার্ড এর জন্য আবেদন করতে পারবেন । আবেদন প্রক্রিয়া টি সম্পূর্ণ অনলাইন এর মাধ্যমেই হবে । কারা কারা এই ক্রেডিট কার্ড এর জন্য এপ্লাই করতে পারবেন এবং কিভাভে আপনারা বাড়িতে বসে নিজেরাই আবেদন করতে পারবেন তা নিয়ে পুরোপুরি আলোচনা করা হবে এই পোস্ট এ । পোস্ট টি শেষ অব্দি ভালোভাবে পড়ুন –

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘১০ লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন পড়ুয়ারা। ৪০ বছর বয়স পর্যন্ত ক্রেডিট কার্ডের সুবিধা পাওয়া যাবে। সরকারই থাকবে ক্রেডিট কার্ডের গ্যারান্টার। উচ্চশিক্ষার জন্য লোন নেওয়া যাবে স্টুডেন্টস ক্রেডিট কার্ডে।’

Student Credit Card West Bengal

দশম শ্রেণি থেকে থেকে শুরু করে স্নাতকোত্তর পর্যন্ত এই ক্রেডিট কার্ড পাওয়া যাবে। স্নাতক, স্নাতকোত্তর, ডিপ্লোমা, ডাক্তারি, গবেষণা সবেতেই এই ঋণের জন্য আবেদন জানানো যেতে পারে। ঋণ পাওয়ার ক্ষেত্রে বয়সের উর্ধ্বসীমা ৪০ বছর। রাজ্যের বাসিন্দারা, বা ১০ বছর বাস করেছেন এমন পড়ুয়ারাই এই ঋণ অর্থাৎ ক্রেডিট কার্ড এর জন্য আবেদন করতে পারবেন। এই ঋণের মেয়াদ থাকবে ১৫ বছর। অর্থাৎ এই সময়ের মধ্যে ঋণ শোধ করতে হবে।  ছাত্রছাত্রীর ঋণের ক্ষেত্রে কোনও গ্যারেন্টার লাগবে না। গ্যারান্টার হবে সরকারই। অনেকটা ব্যাঙ্ক ঋণের ধাঁচেই চাকরি পাওয়ার এক বছর পরে এই টাকা শোধ দেওয়া শুরু করতে পারবে ছাত্র-ছাত্রীরা। ঋণ নেওয়ার ১৫ বছর পর সফ্ট লোন হিসাবে ধার শোধ করতে হবে বলে জানাচ্ছেন মুখ্যমন্ত্রী।

Name of the scheme Student Credit Card
State West Bengal
Launched by Government of West Bengal
Beneficiary Student of West Bengal
Amount limit 10 Lakhs
Interest rate 4 %
Education required Graduation

WB Student Credit Card Eligibility

কারা কারা স্টুডেন্ট ক্রেডিট কার্ড এর জন্য এপ্লাই করতে পারবেন তা নীচে দেওয়া হল –

  • প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে অথবা ১০ বছর পশ্চিমবঙ্গে বাস করার রেকর্ড থাকতে হবে ।
  • ১৮ বছর এর ঊর্ধ্বের ছাত্র ছাত্রীরা এপ্লাই আবেদন করতে পারবেন ।

WB Student Credit Card Documents Required

স্টুডেন্ট ক্রেডিট কার্ড ওয়েস্ট বেঙ্গল এর জন্য কি কি ডকুমেন্টস এর প্রয়োজন হবে তা দেখে নিন –

  • মাধ্যমিক এর পরীক্ষার ফলাফল
  • পরিচয় পত্র ( আধার কার্ড / ভোটার কার্ড / মাধ্যমিক এর এডমিট )
  • ফটোকপি
  • কোন ক্লাসে পড়ছে তার ভর্তির স্লিপ
  • ব্যাঙ্ক আক্যাউন্ট এর পাসবুক এর ফটোকপি

Student Credit Card West Bengal Amount limit

ছাত্রছাত্রীরা ১০ লক্ষ টাকার পর্যন্ত লোন নিতে পারবেন এবং ১৮ থেকে ৪০ বছর বয়স অব্দি এই লোন নেওয়া যেতে পারে । এই ঋণের মেয়াদ থাকবে ১৫ বছর । ১৫ বছর এর মধ্যে আপনাকে টাকা শোধ করে দিতে হবে ।

Benefits of WB Student Credit Card

এই লোন নিয়ে ছাত্রছাত্রীরা তাদের নিজেদের পড়াশুনা নিজেরায় চালিয়ে যেতে পারবেন ।

  • এই লোন দিয়ে কলেজের টাকা মেটানো যাবে
  • প্রাইভেট অর্থাৎ টিউশিনি তে টাকা মেটানো যাবে
  • ছাত্র ছাত্রীরা বই কিনতে পারবে
  • এছাড়া হোস্টেল এর টাকা মেটানো যাবে

How to apply for WB Student Credit Card

WB Student Credit Card অনলাইন এর মাধ্যমে আবেদন করা যাবে । ৩০ শে জুন থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে । জরুরী ডকুমেন্টস দিয়ে আপনি ক্রেডিট কার্ড এর জন্য এপ্লাই করতে পারবেন । পশ্চিমবঙ্গ সরকার এর অফিসিয়াল সাইটে আবেদন করা যাবে ।

WB Student Card Interest Fee

আপনি যে পরিমাণ টাকা লোন নিবেন তার ৪ শতাংশ সুদ আপনার কাছ থেকে নেওয়া হবে । অর্থাৎ আপনি যদি ১ লক্ষ টাকার লোন নিয়ে থাকেন তাহলে আপনার সুদ হবে ৪ হাজার টাকা ।

WB Student Card Education Qualification Required

আপনি যদি মাধ্যমিক এ পড়াশুনা করেন তাহলেই আপনি আবেদন করতে পারবেন । উচ্চমাধ্যমিক প্রার্থীরা এতে এপ্লাই করতে পারবে ।

এ বিষয়ে আরও আপডেট পেতে আমাদের পেজ এ নজর রাখুন ।

FAQ

WB Student Credit Card কি ?

পশ্চিমবঙ্গের ছাত্র ছাত্রী দের জন্য একটি কার্ড যাকে বলা হবে Student Credit Card । এতে ছাত্র ছাত্রীরা ১০ লক্ষ টাকার পর্যন্ত লোন নিতে পারবে

কি ধরণের লোন এই কার্ডের মাধ্যমে পাওয়া যাবে ?

শুধুমাত্র Student Loan অর্থাৎ পড়াশুনা করার জন্যই লোন দেওয়া হবে ।

Leave a Comment

error: