Class 9 History Model Activity Task Part 2 February 2023

হ্যালো বন্ধুরা, আজকে আমরা Class 9 History Model Activity Task Part 2 February 2023 অর্থাৎ নবম শ্রেণীর ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ২ ফেব্রুয়ারী ২০২২ এর প্রশ্নের উত্তর গুলি বিস্তারিত ভাবে আলোচনা করছি । তোমরা প্রশ্নের উত্তরগুলি ভালো করে পড় এবং পোস্ট টি বন্ধুদের সাথেও শেয়ার করুন ।

Class 9 History Model Activity Task Part 2 February 2023

বিষয়- ইতিহাস

পূর্ণমান- ২০

১. সত্য বা মিথ্যা নির্ণয় করাে : ১x৪=৪

১.১ নেপােলিয়ন ফ্রান্সে ‘কনসুলেট’ শাসনের অবসান ঘটান।

উত্তর- মিথ্যা

১.২ নেপােলিয়নের আইন সংহিতায় ২২৮৭টি বিধি বা ধারা ছিল।

উত্তর- সত্য

১.৩ জার্মানিতে সিসঅ্যালপাইন প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা হয়।

উত্তর- মিথ্যা

১.৪ ইতালির ক্ষুদ্র রাষ্ট্রগুলিকে নিয়ে নেপােলিয়ন ‘রাইন রাষ্ট্রসংঘ’ গঠন করেন।

উত্তর- মিথ্যা

২. ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাও ১x৪=৪

ক স্তম্ভ খ স্তম্ভ
ট্রাফালগারের নৌযুদ্ধ ১৮১৫ খ্রিস্টাব্দ
ফনটেনব্ল্যু চুক্তি ১৮১২ খ্রিস্টাব্দ
নেপােলিয়নের রাশিয়া অভিযান ১৮০৫ খ্রিস্টাব্দ
ওয়াটারলুর যুদ্ধ ১৮০৭ খ্রিস্টাব্দ

উত্তর-

ট্রাফালগারের নৌযুদ্ধ – ১৮০৫ খ্রিস্টাব্দ

ফনটেনব্ল্যু চুক্তি -১৮০৭ খ্রিস্টাব্দ

নেপােলিয়নের রাশিয়া অভিযান – ১৮১২ খ্রিস্টাব্দ

ওয়াটারলুর যুদ্ধ – ১৮১৫ খ্রিস্টাব্দ

দুই তিনটি বাক্যে উত্তর দাও  x ২ = ৪

৩.১ লিপজিগের যুদ্ধ কেন ‘জাতিসমূহের যুদ্ধ’ নামে পরিচিত

উত্তর- সাম্রাজ্যবাদী শাসক নেপলিয়ানের ক্ষমতাকে বিধস্ত করে রাশিয়া, প্রাশিয়া, ইংল্যান্ড ও সুইডেন ‘চতুর্থ শক্তিজোট’ গড়ে তোলে । ১৬, ১৭ ও ১৮ ই অক্টোবর সংঘটিত হওয়া লাইপজিগের যুদ্ধকে ‘জাতিসংঘের যুদ্ধ’ বলা হয় । সাম্রাজ্যবাদী শাসক নেপোলিয়ান এর বাহিনী রুশ অভিযানে বিপর্যস্ত হলে ১৮১৩ খ্রিস্টাব্দে ‘চতুর্থ শক্তিজোট’ নেপোলিয়ানের বিরুদ্ধে লিপজিগের বিরুদ্ধে অংশগ্রহণ করে । এই যুদ্ধ নেপলিয়ানের পরাজয় কে তরান্বিত করে । জাতীয়তাবাদী ইউরোপের ১৩ টি দেশ এর একত্রিত আক্রমণ নেপোলিয়ানের আক্রমণকে ত্বরান্বিত করে তোলে ।

৩.২ শতদিবসের রাজত্ব বলতে কি বোঝায়?

উত্তর- লিপজিগের যুদ্ধে নির্বাসিত হওয়ার পড় নেপোলিয়ান ১৮১৫ খ্রিস্টাব্দের ১ লা মার্চ ফ্রান্সের অভ্যন্তরীণ গোলযোগের সুযোগ নিয়ে বুরবো সরকারের অধিকাংশ সেনার সহযোগিতায় নিজেকে পুনরায় সম্রাট বলে ঘোষণা করেন । নেপলিয়ান শাসক হিসেবে জনগণের কাছে অধিক প্রিয় ছিল । নেপলিয়ান এই কালপর্বে ১৮১৫ খ্রিস্টাব্দের ২০শে মার্চ থেকে ২২ শে জুন পর্যন্ত মত ১০০ দিন রাজত্ব করেছিলেন বলে এই সময়কে শতদিবসের রাজত্বকাল দিবস বলা হয়

Leave a Comment

error: