Bank balance check করুন ফোন থেকেই 2023-

আজকের এই পোস্ট এ আপনার Bank balance check কিভাভে করবেন , শুধুমাত্র আপনার ফোন এর মধ্যমেই তা এই পোস্ট এ বিস্তারিত ভাবে আলোচনা করব । এখন আমাদের দেশের প্রায় প্রতিটি ব্যক্তির এই ব্যাংক এর খাতা রয়েছে । প্রধানমন্ত্রীর জনধন খাতা স্কিম চালু করার পর গ্রামের সমস্ত মানুষের ব্যাংক এর খাতা খুলে গেছে খুব কম পয়সা তেই । এই সব ব্যাংক এর খাতা বিভিন্ন কাজে ব্যবহার করে, তারা সরকার এর বিভিন্ন সরকারি প্রকল্পের থেকে প্রাপ্ত পয়সা সরাসরি তাদের ব্যাংক খাতায় পাঠিয়ে দেওয়া হয় যাতে তাদের ন্যায্য পয়সা সঠিক ভাবে পেয়ে যায় ।

আমাদের বেশীর ভাগ সময় এই ব্যাংক এ জাওয়ার সময় থাকে আর ব্যাংক এ গিয়ে পরেও আমাদের অনেক সময় নষ্ট করতে হয় কিন্তু আপনাদের জানিয়ে রাখি আপনারা এবার রেজিস্টার মোবাইল নম্বর থেকে বাড়ীতে বসেই শুধুমাত্র একটি ‘SMS’ অথবা ‘MISS CALL’ দিয়েই আপনার খাতার বর্তমান রাশিটি জেনে নিতে পারবেন ।

আপনার একাউন্ট নম্বর দেশের যেকোনো ব্যাংক এর যেমন – SBI, PNB, UBI, UNION, AXIX, BOI, HDFC, BANDHAN, CANARA থাকুক না কেন, আপনি বাড়ীতে বসেই BANK BALANCE জানতে পারবেন ।

তাই সময় নষ্ট না করে নীচে পোস্ট টি ভালো ভাবে পড়ুন । নীচে সমস্ত ব্যাংক এর ‘ BALANCE ENQUIRY NUMBER’ এর পুরো লিস্ট টি দেওয়া হল ।

Bank balance check with your mobile number

Allahabad Bank

Balance enquiry number09224150150
Mini Statement number09224150150

Andhra Bank

Balance enquiry number09223011300
Mini Statement number– 09223011300

Axix Bank

Balance enquiry number18004195959
Mini Statement number– 18004196969

Bandhan Bank

Balance enquiry number9223008666
Mini Statement number 9223008777

Bank of Baroda

Balance enquiry number9223011311
Mini Statement number– 8468001122

Bank Of India

Balance enquiry number09015135135
Mini Statement number– —-

Canara Bank

Balance enquiry number– 09015483483
Mini Statement number– 09015734734

Central Bank Of India

Balance enquiry number– 9555244442
Mini Statement number– 9555144441

Citi Bank

Balance enquiry number– 09880752484
Mini Statement number– 09880752484

Corporation Bank

Balance enquiry number– 09289792897
Mini Statement number- ——

DCB Bank

Balance enquiry number– 7506660011
Mini Statement number 75006660022

Dhanalakxhmi Bank

Balance enquiry number– 08067747700
Mini Statement number– 08067747711

Federal Bank

Balance enquiry number– 8431900900
Mini Statement number– 8431600600

HDFC Bank

Balance enquiry number– 18002703333
Mini Statement number– 18008431133

ICICI Bank

Balance enquiry number– 9594612612
Mini Statement number– 9594613613

IDBI Bank

Balance enquiry number– 18008431122
Mini Statement number– 18008431133

IDFC Bank

Balance enquiry number– 18002700720
Mini Statement number- —

Punjab National Bank

Balance enquiry number– 18001802222
Mini Statement number– 01202490000

State Bank Of India

Balance enquiry number– 09223766666
Mini Statement number– 09223866666

UCO Bank

Balance enquiry number– 09278792787
Mini Statement number– 09213125125

United Bank Of India

Balance enquiry number– 09015431345
Mini Statement number—–

Union Bank Of India

Balance enquiry number– 09223008586
Mini Statement number—-

Yes Bank

Balance enquiry number– 09223920000
Mini Statement number– 09223921111

আপনার নিজস্ব ব্যাংক টি বেছে নিয়ে আপনার রেজিস্টার করা ফোন নম্বর থেকে এই টোল ফ্রী নম্বর টিতে একটি মিস কল দিয়ে দিবেন কিছুক্ষণ পর দেখবেন ফোনটি নিজে থেকেই কেটে যাবে এবং আপনার ফোন এ তৎক্ষণাৎ একটি মেসেজ চলে আসবে । এই মেসেজ এই আপনার বর্তমান ব্যাংক এর রাশিটি আপনাকে জানিয়ে দেবে ।

ফোন নম্বর টি যদি লিঙ্ক করা থাকে একমাত্র তবেই এই মিস কল সেবা টি কার্যকরী হবে নতুবা নয় ।

Phone Pay এর মাধ্যমে ব্যলেন্স চেক করুন

আপনার ব্যাংক এর খাতা টি যদি ‘phone pay’ তে লিঙ্ক থাকে তবে নিম্নলিখিত পদ্ধতি তে ব্যালেন্স চেক করবেন ।

  • প্রথমে phone pay app এ লগ ইন করুন
  • এরপর ‘Balance check ‘ অপসেন এ ক্লিক করুন ।
  • তারপর ‘ Request Balance’ তে ক্লিক করুন ।
  • আপনার দেওয়া ছয় ডিজিট এর ‘UPI PIN’ টি টাইপ করুন ।
  • আপনার ব্যাংক এর জমা রাশি আপনি দেখতে পেয়ে যাবেন ।

Google Pay এর মাধ্যমে ব্যলেন্স চেক করুন

Google Pay এর মাধ্যমে ব্যলেন্স চেক করতে হলে নিম্নলিখিত স্টেপ গুলি ফলো করুন

  • প্রথমে ‘Google Pay’ app টি আপনার ফোন এ লগ ইন করুন ।
  • এর পর ‘ View Balance’ এ ক্লিক করুন
  • এবার আপনার ‘UPI PIN’ টি টাইপ করুন ।
  • আপনার জমা রাশি আপনি দেখতে পেয়ে যাবেন ।

আমাদের এই আর্টিকেল টি যদি আপনার কোন রকম এর সহয়াতা করে থাকে তবে বন্ধুদের সাথে শেয়ার করুন ।

 

Leave a Comment

error: