সংকট কোণ কাকে বলে ?
Contents
আলোক রশ্মি যখন ঘন স্বচ্ছ মাধ্যম থেকে হালকা স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করে তখন আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মান ৯০° হয় অর্থাৎ প্রতিসরিত রশ্মিটি বিভেদ তল বরাবর চলে যায় তখন ঐ আপতন কোণকে সংকট কোণ বলে।
প্রবৃদ্ধ কোণ কাকে বলে?
দুই সমকোণ থেকে বড় কিন্তু চার সমকোণ থেকে ছোটকোণকে প্রবৃদ্ধ কোণ বলে | অর্থাৎ ১৮০ ডিগ্রী থেকে বড় মানের এবং ৩৬০ ডিগ্রি থেকে ছোটো মানের কোণকে প্রবৃদ্ধ কোণ বলে।
অনুরুপ কোণ কাকে বলে ?
দুটি সমান্তরাল সরল রেখাকে অপর একটি সরল রেখা ছেদ করলে ছেদকের একই পাশে যে কোন উৎপন্ন হয় তাকে অনুরূপ কোণ বলে।
এখানে AB || CD , PQ ছেদক কে যথাক্রমে E এবং F বিন্দুতে ছেদ করেছে । অর্থাৎ ∠PEB = ∠EFD
সন্নিহিত কোণ কাকে বলে ?
যদি দু’টি কোণের একটি সাধারণ বাহু ও একটি মাত্র শীর্ষবিন্দু থাকে তবে একটি কোণের অপর কোণের সন্নিহিত কোণ বলে। একই সমতলে অবস্থিত একই শীর্ষবিন্দুবিশিষ্ট দুইটি কোণের যদি একটি সাধারণ বাহু থাকে এবং কোণ দুইটি, সাধারণ বাহুর বিপরীত পার্শ্বে অবস্থিত হয়, তাহলে কোণদ্বয়কে পরস্পর সন্নিহিত কোণ বলে।
পূরক কোণ কাকে বলে ?
দুইটি কোণের সমষ্টি এক সমকোণ বা ৯০ ডিগ্রি হলে, কোণ দুইটি একটি অপরটির পূরক কোণ।
স্পর্শ কোণ কাকে বলে ?
কঠিন ও তরলের স্পর্শ বিন্দু হতে বক্র তরল তলে অঙ্কিত স্পর্শক কঠিন বস্তুর সাথে তরলের মধ্যে যে কোণ উৎপন্ন করে, তাকে উক্ত কঠিন ও তরলের মধ্যকার স্পর্শ কোণ বলে।
স্পর্শ কোণ কোন কোন বিষয়গুলোর ওপর নির্ভর করে?
- কঠিন ও তরলের প্রকৃতির ওপর।
- তরলের মুক্ততলের উপরস্থ মাধ্যমের ওপর। যেমন পারদের ওপর বায়ু থাকলে পারদ ও কাচের স্পর্শ কোণ যা হবে পারদের ওপর পানি থাকলে স্পর্শ কোণ তা থেকে আলাদা হবে।
- কঠিন ও তরল পদার্থের বিশুদ্ধতার ওপর। তরল যদি বিশুদ্ধ না হয় বা কঠিন পদার্থের পৃষ্ঠে কোন কিছু থাকলে স্পর্শ কোণ পরিবর্তিত হয়ে যায়। বিশুদ্ধ জল ও পরিষ্কার কাচের মধ্যকার স্পর্শ কোণ প্রায় শূন্য। কিন্তু কাচে সামান্য পরিমাণেও তৈলাক্ত পদার্থ থাকলে স্পর্শ কোণের মান বৃদ্ধি পায়।
কোণ কাকে বলে ?
যদি দুইটি সরলরেখা পরস্পরের সাথে কোনো বিন্দুতে মিলিত হয়, তবে মিলন বিন্দুতে কোণ উৎপন্ন হয়। দুটি সরলরেখা তির্যকভাবে পরস্পরের সাথে মিলিত হলে মিলিত বিন্দুতে কোণ উৎপন্ন হয়।