ম্যাগনেসিয়াম কি । ম্যাগনেসিয়ামের ধর্ম

আজকে আমরা ম্যাগনেসিয়াম কি ও ম্যাগনেসিয়ামের ধর্ম কি তা নিয়ে আলোচনা কর –

ম্যাগনেসিয়াম কি

Contents

ম্যাগনেসিয়াম একটি রাসায়ানিক মৌল । এর প্রতীক Mg এবং এর পারমাণবিক সংখ্যা 15, ম্যাগনেসিয়াম একটি চকচকে ধূসর বর্ণের ধাতু যা পর্যায় সারণির দ্বিতীয় গ্রুপে অবস্থিত ।

ম্যাগনেসিয়ামের ধর্ম

ভৌত ধর্ম – ম্যাগনেসিয়াম উজ্জ্বল রুপালি বর্ণের ধাতু । এর গলনাঙ্ক ৬৫০ ডিগ্রি সেলসিয়াস এবং স্ফুটনাঙ্ক ১০৯০ ডিগ্রি সেলসিয়াস । ম্যাগনেসিয়ামের আপেক্ষিক গুরুত্ব 1.74 । অ্যালুমিনিয়ামের মতো ম্যাগনেসিয়ামও নরম । সেই কারণে সেই কারণে সহজে পাতলা পাতে বা সরু তারে পরিণত করা সম্ভব।

রাসায়ানিক ধর্ম – ম্যাগনেসিয়াম খুব ইলেকট্রো পজিটিভ , ফলে তা অত্যন্ত সক্রিয় ও শক্তিশালী বিজারক । পর্যায় সারণিতে গ্রুপ – ২ এর সদস্য হওয়ায় এর রাসায়ানিক ধর্ম ক্যালসিয়ামের মতো । শেষ কক্ষপথে এর দুটো ইলেকট্রন থাকায় এর যোজনী ২ । তবে এর সক্রিয়তা ক্যালসিয়াম অপেক্ষা কম ।

ম্যাগনেসিয়াম এর উৎস

ম্যাগনেসিয়াম বিভিন্ন খনিজের মধ্যে পাওয়া যায়। এর মধ্যে কয়েকটি প্রধান খনিজ হলো–কার্নালাইট, ম্যাগনেসাইট, ডলোমাইট, কাইসেরাইট, সামুদ্রিক জল প্রভৃতি।

ম্যাগনেসিয়াম প্রস্তুতি

কার্নালাইট ও ম্যাগনেসাইট হল ম্যাগনেসিয়াম এর প্রধান আকরিক। তাই কার্নালাইট ও ম্যাগনেসাইট আকরিক থেকে ম্যাগনেসিয়াম নিষ্কাশন করা হয়। বর্তমানে সমুদ্রের পানি থেকেও ম্যাগনেসিয়ামকে সংগ্রহ করা হয়ে থাকে।

প্রতীক – Mg
নাম – ম্যাগনেসিয়াম
পারমাণবিক সংখ্যা – ১২
পারমাণবিক ভর – ২৪.৩০৫
মৌলের শ্রেণী – মৃৎ ক্ষার ধাতু
পর্যায় – ৩
শ্রেণী – ২
ব্লক – s block
ইলেকট্রন বিন্যাস – [Ne] 3s2

ম্যাগনেসিয়ামের ব্যবহার

  • বিমান ও মোটরগাড়ির কাঠামো,তুলা যন্ত্র এবং বিভিন্ন যন্ত্রাংশ নির্মাণে ব্যবহৃত হয়।
  • পরীক্ষাগারে বিজারকরূপে, জৈব রসায়নে গ্রিগনার্ড বিকারকরূপে ব্যবহৃত হয়।
  • বোরণ এবং সিলিকা নিষ্কাশনের ম্যাগনেসিয়াম ব্যবহৃত হয়।
  • বাজি ও বোমা প্রস্তুতিতে ম্যাগনেসিয়ামের ব্যবহার হয়।
  • বিভিন্ন হালকা সংকর ধাতু, যেমন ম্যাগনেলিয়াম, ডুরালুমিন, ইলেকট্রন প্রস্তুতিতে ব্যবহার করা হয়।

সম্পূর্ণ বিনামূল্যে পড়াশুনা করার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন

FAQ

ম্যাগনেসিয়ামের সংকেত বা প্রতীক কি

ম্যাগনেসিয়ামের সংকেত বা প্রতীক Mg

ম্যাগনেসিয়ামের যোজ্যতা কত

ম্যাগনেসিয়ামের যোজ্যতা ২

ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা কত

ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা ১২

ম্যাগনেসিয়ামের পারমাণবিক গুরুত্ব কত

ম্যাগনেসিয়ামের পারমাণবিক গুরুত্ব ২৪

ম্যাগনেসিয়াম ধাতুতে আগুন লাগলে, কার্বন-ডাই-অক্সাইড গ্যাস দিয়ে নেভানো যায় না কেন

ম্যাগনেসিয়াম ধাতুতে আগুন লাগলে কার্বন-ডাই-অক্সাইড গ্যাসের সাহায্যে সেই আগুন নেভানো যায় না কারণজ্বলন্ত ম্যাগনেসিয়াম কার্বন-ডাই-অক্সাইড গ্যাসের সঙ্গে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড ও কার্বন উৎপন্ন করে।

ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস

ম্যাগনেসিয়াম এর ইলেকট্রন বিন্যাস [Ne] 3s2

Leave a Comment

error: