নবম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক জীবনবিজ্ঞান পার্ট 7 | Class 9 Model Activity Task Life Science Part 7

হ্যালো বন্ধুরা, আজকে আমরা নবম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক জীবনবিজ্ঞান পার্ট 7 অর্থাৎ Class 9 Model Activity Task Part 7 যেটা October মাসে দেওয়া হয়েছিল তার সমস্ত উত্তর নীচে বিস্তারিত ভাবে আলোচনা করছি । এই উত্তরগুলি তোমাদের পূজোর ছুটির পর তোমাদের নিজের স্কুলে জমা দিতে হবে ।

নবম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক জীবনবিজ্ঞান পার্ট 7

১. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো :

১.১ নীচের যে জোড়াটি সঠিক তা স্থির করো –
(ক) রুই মাছ – অতিরিক্ত শ্বাস-অঙ্গ
(খ) মশা – দেহতল
(গ) টিকটিকি – ফুসফুস
(ঘ) অ্যামিবা – ট্রাকিয়া

উত্তর :- টিকটিকি – ফুসফুস

১.২ মানুষের লালাগ্রন্থির সংখ্যা নির্বাচন করো – (ক) ১টি (খ) ২ টি (গ) ৪ টি (ঘ) ৬ টি

উত্তর :- ৬ টি

১.৩ পরিপাক সংক্রান্ত যে বক্তব্যটি সঠিক নয় সেটি শনাক্ত করো –

(ক) পেপসিন প্রোটিনকে পেপটোনে পরিণত করে
(খ) সুক্রেজ সুক্রোজকে গ্লুকোজ ও গ্যালাকটোজে পরিণত করে
(গ) টায়ালিন সেদ্ধ শ্বেতসারকে মলটোজে পরিণত করে
(ঘ) ট্রিপসিন পেপটোনকে পেপটাইডে পরিণত করে

উত্তর :- সুক্রেজ সুক্রোজকে গ্লুকোজ ও গ্যালাকটোজে পরিণত করে

২. একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও :

২.১ ভাজক কলার একটি কাজ উল্লেখ করো।

উত্তর :- ভাজক কলা নতুন অপত্য কোশ তৈরি করে উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে । ভাজক কলা দ্বারাই উদ্ভিদে নতুন পাতা, মূল, ফল, ফুল ইত্যাদি তৈরি হয় ।

২.২ বিসদৃশ শব্দটি বেছে লেখো : অ্যামাইলেজ, লাইপেজ, ল্যাকটেজ, মলটেজ

উত্তর :- লাইপেজ

২.৩ নীচে সম্পর্কযুক্ত একটি শব্দ জোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও :
নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থ : কুইনাইন :: নাইট্রোজেনবিহীন রেচন পদার্থ :

উত্তর :- তরুক্ষীর

২.৪ নীচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত। সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো :

সংগ্রাহী নালিকা, নেফ্রন, বৃক্কীয় নালিকা, ম্যালপিজিয়ান করপাসল

উত্তর :- নেফ্রন

৩. দুই-তিন বাক্যে উত্তর দাও :

৩.১ “ধূমপান শ্বাসতন্ত্রের পক্ষে ক্ষতিকারক” – বক্তব্যটির যথার্থতা মূল্যায়ন করো ।

উত্তর :- ধূমপান আমাদের শরীরের পক্ষে খুবই ক্ষতিকর । ধূমপান এর ফলে ফুস্ফুসের অ্যালভিওগুলি বিনষ্ট করে দেয় । এছাড়া সিগারেট বা বিড়ির ধোঁয়া ফুস্ফুসের সিলিয়াগুলিকে ক্ষতিগ্রস্ত করে দেয় । সিলিয়ার কাজ হল ফুসফুসের নোংরা ময়লাগুলিকে দেহের বাইরে বের করে দেওয়া । এছাড়া ধুম্রপানের ফলে দেহে হৃদরোগ, ক্যান্সার ইত্যাদির সম্ভাবনা থেকেই যায় । তাই আমরা বলতে পারি যে ” ধূমপান শ্বাসতন্ত্রের পক্ষে ক্ষতিকর”

৩.২ “সন্ধান প্রক্রিয়ার অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম” – উপযুক্ত উদাহরণের সাহায্যে বক্তব্যটির সত্যতা প্রমাণ করো।

উত্তর :- দুধ থেকে দই তৈরি – ল্যাকটিক অ্যাসিড সন্ধান প্রক্রিয়ায় দুগ্ধ শর্করা বা ল্যাকটোজ ব্যাকটিরিয়ার সাহায্যে ল্যাকটিক অ্যাসিডে পরিণত হয় ।

৩.৩ “উপচিতি বিপাক অপচিতি বিপাকের ঠিক বিপরীত” – ব্যাখ্যা করো।

উত্তর :- (i) উপচিতি একটি গঠনমূলক বিক্রিয়া, অপচিতি একটি ধ্বংসকারী বিক্রিয়া।

(ii) উপচিতি বিপাকে জীবদেহের শুষ্ক ওজন বাড়ে, অপচিতি বিপাকে জীবদেহের শুষ্ক ওজন কমে।

(iii) উপচিতি বিপাকে সাধারণত সরল উপাদান থেকে জটিল উপাদানের সংশ্লেষ ঘটে। অন্যদিকে অপচিতি বিপাকে বিভিন্ন উপাদান সরল উপাদানে রূপান্তরিত হয়।

(iv) উপচিতি বিপাকে শক্তি আবদ্ধ হয় কিংবা শক্তির প্রয়োজন হয়। অপরদিকে অপচিতি বিপাকে সাধারণত শক্তির মুক্তি ঘটে।

উপরোক্ত বিষয় গুলির উপর ভিত্তি করে বলা যেতে পারে যে “উপচিতি বিপাক অপচিতি বিপাকের ঠিক বিপরীত” ।

৩.৪ জীবদেহে রেচনের গুরুত্ব উল্লেখ করো।

Leave a Comment

error: