Pradhan Mantri Awas Yojana West Bengal 2023 apply online, list, status check

আজকে এই পোস্ট টি সম্পূর্ণ ভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনা কে নিয়ে । আমাদের অনেক সময় বাড়ি বানানোর পয়সা হয়ে থাকে না, সেই সময় কিন্তু Pradhan Mantri Awas Yojana আমাদের সাহায্য করে থাকে । গ্রামীণ ও শহর বাসীদের আবেদন করার প্রক্রিয় ভিন্ন ভিন্ন প্রকার । তাই আপনারা পোস্ট টি ভালো ভাবে পড়ুন আপনাদের সব সমস্যার সমাধান পেয়ে যাবেন । Pradhan Mantri Awas Yojana প্রকল্পের মাধ্যমে ২২ শে জুন ২০১৫ থেকে সরকার এর তরফ থেকে দেওয়া শুরু হয়েছে এবং তা আজও চলছে ।

Pradhan Mantri Awas Yojana update 2023

Contents

২০১৫ সালে প্রধানমন্ত্রী আবাস যোজনা চালু করা হয় এবং ২০২২ পর্যন্ত সবার যেন নিজ বাসস্থান থাকে তার লক্ষ্যে কাজ শুরু করা হয় । ২০ শে জানুয়ারী ২০২১ তারিখে একটি মিটিং হয় সেখানে ঠিক করা হয় যে ২০২২ পর্যন্ত ১ কোটি ৬ লক্ষ নতুন ঘর বানানো হবে । যার মধ্যে ৪০ লক্ষ নতুন বাড়ি নির্মাণ করা হয়ে গেছে এবং ৭০ লক্ষ বাড়ি নির্মাণ এর কাজ চলছে ।

Pradhan Mantri Awas Yojana overview

Name of the scheme – Pradhan Mantri Awas Yojana
Name in bengali – প্রধানমন্ত্রী আবাস যোজনা
Launch Date – 22 June 2015
Beneficiary – People of west bengal
Benefits – Providing house to the poor people
Apply Mode – Online
Official Website – https://pmaymis.gov.in/

প্রধানমন্ত্রী আবাস যোজনার মুখ্য তথ্য

  • কেন্দ্র সরকার এর লক্ষ্য ২০২২ এর শেষ পর্যন্ত ৪ কোটি পাকা বাড়ি নির্মাণ করা ।
  • ৬ লক্ষ টাকা পর্যন্ত ঋণ ৬.৫ শতাংশ ঋণ এ দেওয়া হবে ২০ বছর এর জন্য ।

Pradhan Mantri Awas Yojana apply online

Pradhan Mantri Awas Yojana অনলাইন আবেদন প্রক্রিয়া । প্রধানমন্ত্রী আবাস যোজনা কিভাভে আবেদন করবেন তা নীচে দেখে নিন – প্রধানমন্ত্রী আবাস যোজনা ফর্ম ফিলাপ

Step – 1

প্রধানমন্ত্রী আবাস যোজনা অনলাইন এ আবেদন করতে হলে প্রথমে আপনাকে অফিসিয়াল ওয়েবসাইট এ যেতে হবে । এই লিঙ্ক এ ক্লিক করে আপনি সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট এ চলে যাবেন ।

Step – 2

অফিসিয়াল ওয়েবসাইট এ প্রবেশ করার পর ‘হোমপেজ’ এ ‘Citizen Assessment’ অপসেন টি তে ক্লিক করুন ।

এবার ‘apply online’ এ ক্লিক করুন । এবার যেকোনো একটি অপসেন তে ক্লিক করুন যেটাতে আপনার প্রয়োজন ।

Step – 3

এবার কাছে আরেকটি নতুন পেজ খুলে যাবে সেখানে আপনাকে সর্বপ্রথম আপনার আধার কার্ড নম্বর এবং আধার কার্ড এ লেখা আপনার নাম দিতে হবে । তারপর ‘Check’ button এ ক্লিক করুন ।

Step – 4

কম্পিউটার স্ক্রিন এ যে ফর্ম টি এসেছে সেটা ভালো ভাবে ফিলাপ করুন । এই তথ্য গুলি সেই ফর্ম এ লিখুন

  • পরিবারের প্রধান এর নাম
  • আপনার রাজ্য
  • জেলা
  • বয়স
  • বর্তমান ঠিকানা
  • ঘরের নম্বর
  • ফোন নম্বর
  • গ্রামের নাম
  • জাতি
  • আধার কার্ড নম্বর

ফর্ম টি Submit করার আগে ফর্ম টি আরেকবার পড়ে নিন যাতে কোন ভুল না হয়ে থাকে । এভাভেই আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনা তে এপ্লাই করতে পারবেন ।

প্রধানমন্ত্রী আবাস যোজনা status check কিভাভে করবেন ?

প্রধানমন্ত্রী আবাস যোজনা লিস্ট এ নাম অথবা আপনার এপ্লাই করা প্রধানমন্ত্রী আবাস যোজনার স্ট্যাটাস দেখান জন্য আপনাকে কি কি করতে হবে তা নীচে দেওয়া হল দেখে নিন –

  • প্রথমে অফিসিয়াল সাইট এ প্রবেশ করুন ।
  • এবার হোমপেজ এ ‘Citizen Assessment‘ এ ক্লিক করুন সেখানে একটি অপসেন পাবেন ‘Track Your Assessment Status‘ এ ক্লিক করুন , এখানে আপনি দুটি অপসেন পেয়ে যাবেন তার মধ্যে যেকোনো একটি তে ক্লিক করুন ।
  • এই পেজ এ আপনাকে উপরোক্ত তথ্য গুলি পূরণ করতে হবে, যেমন – নাম, রাজ্যের নাম, জেলার নাম, বাবার নাম, ফোন নম্বর । এই গুলি ফিলাপ করার পর সাবমিট অপসেন এ ক্লিক করুন ।
  • এই পেজ এ Assessment ID ও Mobile Number দিয়ে ফিলাপ করতে হবে । এভাবে আপনি Application Status টি দেখতে পাবেন ।

Important documents required for Pradhan Mantri Awas Yojana

প্রধানমন্ত্রী আবাস যোজনা তে এপ্লাই করার জন্য আপনার এই ডকুমেন্টস গুলি থাকা দরকার |

  • আধার কার্ড
  • আয় প্রমান পত্র
  • ব্যাংক এর খাতা
  • ফটোকপি
  • ফোন নম্বর

Pradhan Mantri Awas Yojana Verification process wb 2021

প্রধানমন্ত্রী আবাস যোজনা ভেরিফিকেশন ২০২১ করার জন্য এই স্টেপ গুলি ফলো করুন ।Pradhan Mantri Awas Yojona Gramin List 2021

  • প্রথমে আপনাকে এই ওয়েবসাইট https://rhreporting.nic.in/ তে যেতে হবে । এছাড়া এই লিঙ্ক এ ক্লিক করুন আপনি সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট এ পৌঁছে যাবেন
  • এবার হোমপেজ এ বাম দিকের ওপরে ‘Awaassoft’ অপসেন এ টাচ করে ‘Report‘ নামক অপসেন টি তে ক্লিক করুন
  • আপনার কাছে একটি নতুন পেজ খুলে যাবে , সেই পেজ এর ডান দিকে একদম নীচের দিকে ‘Beneficiary details for verification‘
  • উপরে ছবিতে দেওয়া আছে এরকম এর একটি ফর্ম আসবে , সেখানে আপনার রাজ্যের নাম, জেলার নাম, ব্লকের নাম এবং কোন বর্ষের জন্য ভেরিফিকেশন করছেন তা সিলেক্ট করুন
  • এবার সব শেষে ‘Captcha’ ফিল করার পর সাবমিট করুন ।

FAQ

প্রধানমন্ত্রী আবাস যোজনা কারা কারা টাকা পাবেন ?

লিস্ট এ যাদের যাদের নাম আছে একমাত্র তারাই টাকা পাবেন

প্রধানমন্ত্রী আবাস যোজনা তে কত করে টাকা দেওয়া হবে ?

প্রধানমন্ত্রী আবাস যোজনা তে ১ লক্ষ ৩০ হাজার টাকা দেওয়া হবে

প্রধানমন্ত্রী আবাস যোজনা স্ট্যাটাস কিভাভে দেখবেন ?

প্রধানমন্ত্রী আবাস যোজনা স্ট্যাটাস আপনি অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখতে পারবেন , এছাড়া আমাদের এই আর্টিকেল এর ওপরে দেখুন সব দেওয়া রয়েছে

প্রধানমন্ত্রী আবাস যোজনা নতুন লিস্ট কবে বেরোবে ?

প্রধানমন্ত্রী আবাস যোজনা নতুন লিস্ট ২০২১ এর বেরিয়ে গেছে ।

Leave a Comment

error: