নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই আর্টিকেল এ নবান্ন স্কলারশিপ সম্পর্কে আলোচনা করব | স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এ যারা যারা আবেদন করতে পারেনি তারা এই স্কলারশিপ এ আবেদন করতে পারবেন । ২০২১ শিক্ষাবর্ষের জন্য আবেদন শুরু হয়ে গেছে । Nabanna Scholarship application form টি কিভাভে ডাউনলোড করবেন এবং তা ফিল আপ করার নিয়ম এই সব সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করব। পোস্ট টি শেষ অব্দি ভালো ভাবে পড়ুন ।
Nabanna Scholarship application overview
Contents
Eligibility Criteria for Nabanna Scholarship
নবান্ন স্কলারশিপ তে এপ্লাই করার জন্য নীচে দেওয়া এই শর্ত গুলি ভালোভাবে পড়ুন –
- আপনি মাধ্যমিক এর জন্য এপ্লাই করতে পারবেন যদি মাধ্যামিক এ প্রাপ্ত নম্বর ৬৫% হয়ে থাকে ।
- আপনি উচ্চমাধ্যমিক এর জন্য এপ্লাই করতে পারবেন যদি উচ্চমাধ্যমিক এর প্রাপ্ত নম্বর ৬০% হয়ে থাকে ।
- এছাড়া ডিগ্রি কোর্স (অনার্স) এ ৫৫% নম্বর থাকলে আপনি আবেদন করতে পারবেন ।
উদাহরণ স্বরূপ – আপনার মাধ্যামিক এ ৬৫% নম্বর থাকলে আপনি উচ্চমাধ্যমিক পড়াকালীন এর জন্য আবেদন করবেন । সেই মতো উচ্চমাধ্যমিক এ ৬০% নম্বর থাকলে কলেজে আবেদন করতে হবে, এবং কলেজে ৫৫% নম্বর থাকলে ইউনিভার্সিটি তে গিয়ে আবেদন করতে হবে ।
Resident – আপনাকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থানীয় বাসিন্দা হতে হবে ।
Income Report – আবেদন কারীর পরিবারের বাৎসরিক আয় ৬০,০০০ টাকা পর্যন্ত হতে হবে । এর চেয়ে বেশী আয় হলে প্রার্থী আবেদন করতে পারবেন না ।
65% In Madhyamik for HS level | |
60% in Higher Secondery for UG level | |
55% in UG for PG level |
Documents required for nabanna scholarship
নবান্ন স্কলারশিপ এর আবেদন করার পূর্বে কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস গুলি দেখে নিন –
- Photocopy of the previous exams marksheet.
- Passport Size photo.
- Aadhar Card.
- A photo copy of your bank’s passbook front page.
- Copy of Recommendation from MP/MLA to the Hon’ble Chief Minister stating monthly family income of the student.
- Copies of Rank Card & Allotment letter of Selection Committee (only for JEE or Equivalent Examination)
- Family Income Report.
- Admission recipient.
- Candidate’s mobile number.
Nabanna Scholarship Application Form Download
নবান্ন স্কলারশিপ এর জন্য মোট তিনটি ফর্ম দেওয়া হয় এবং এই তিনটি ফর্ম এর ই ডাউনলোড লিঙ্ক দেওয়া হল –
Application process for nabanna scholarship
নবান্ন স্কলারশিপ এর ফর্ম টি ডাউনলোড করতে নীচে দেওয়া স্টেপ গুলি ফলো করুন –
- প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট এ যান ।এই লিঙ্ক এ ক্লিক করে আপনি সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট এ পৌঁছে যাবেন ।
- অফিসিয়াল ওয়েবসাইট এ যাওয়ার পর ‘Donation‘ লিঙ্ক এ ক্লিক করুন ।এখান থেকে application form টি ডাউনলোড করা যাবে ।
- ফর্ম টি প্রিন্ট আউট করে বের করিয়ে নিন ।
- এবার ফর্মটি পরিষ্কার করে ভালোভাবে ফিল আপ করুন ।
- ফর্ম টি ফিল আপ করা হয়ে গেলে সেটা Nabanna, 14th Floor, 325 Sarat Chatterjee Road, Shibpur, Howrah- 711102 এই ঠিকানাই জমা দিয়ে আসুন ।
- মনে রাখবেন একমাত্র আবেদনকারী অথবা আবেদনকারীর পিতা অথবা মাতা এই ফর্ম টি জমা দিতে পারবেন । অন্য কাউকে দিয়ে ফর্ম সাবমিট করানো যাবে না ।
Nabanna Scholarship Application 2023 Last Date
নবান্ন স্কলারশিপ এ আবেদন করার কোনও শেষ তারিখ নেই । আপনারা নির্দিষ্ট ক্লাসে পড়াকালীন নির্দিষ্ট ক্লাসের জন্য আবেদন করতে পারবেন ।
Nabanna Scholarship Application Online Process
এবার আপনারা অনলাইন এর মাধ্যমেও নবান্ন স্কলারশিপ এ জন্য আবেদন করতে পারবেন, তা কিভাভে করবেন তার নিয়ম ভালোভাবে দেওয়া হল –
- প্রথমে ফর্ম গুলি ডাউনলোড করে তার প্রিন্ট আউট বের করিয়ে নিবেন ।
- এবার ফর্ম টি ভালোভাবে ফিল আপ করুন নির্ভুল ভাবে ।
- ফর্ম টি ফিল আপ হয়ে গেলে তার সমস্ত পাতা স্ক্যান করে PDF বানিয়ে নেন ।
- PDF টি অফিসিয়াল ইমেল তে আপলোড করুন ।
- অফিসিয়াল ইমেইল আইডি টি হল
- ইমেইল এর সাবজেক্ট অপসেন এ APPLICATION FORM FOR SCHOLARSHIP এটি লিখবেন ।
Nabanna Scholarship helpline number
The Assistant Secretary
Chief Minister’s office, ‘Nabanna’
325, Sarat Chatterjee Road
Tel- 033 2214555/ 22143101
Fax – 03322143528
Nabanna Scholarship helpline number – 033 2214555/ 22143101
FAQ
What is the official website of nabanna scholarship ?
The official website of nabanna scholarship is http://wbcmo.gov.in/
Last date of Nabanna Scholarship 2023 ?
There is no exact last date for applying Nabanna Scholarship
How to download nabanna scholarship application form ?
You can download the link from official website or from the link mentioned above on our post.
What is the amount of nabanna scholarship ?
For general course the amount is 10,000 and for technical the amount is 15,000