[FORM] Lokhir Bhandar Prokolpo Application Form Download 2023

নমস্কার বন্ধুরা, আজকে আমরা Lokhir Bhandar Prokolpo Application Form ( লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ফর্ম ) টি কোথায় পাবেন, কিভাবে আবেদন করবেন এবং আবেদন পদ্ধতি এই সব বিষয় নিয়ে আলোচনা করছি ।

মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য এক নতুন প্রকল্পের, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের ঘোষণা করেছেন । লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের মহিলারা যাদের বয়স ৬০ বছর এর নীচে ২৫ বছর এর ঊর্ধ্বে একমাত্র তারাই আবেদন করতে পারবেন । আগামী ১৬ ই আগস্ট ২০২১ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং তা চলবে ১৫ ই সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত । দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে আবেদন করা যাবে ।

Lokhir Bhandar Prokolpo Overview

Name of the scheme Lokhir Bhandar Prokolpo
Launched by Government of West Bengal
State West Bengal
Beneficiaries Household Women Head
Registration start date 16th August 2023
Last date of apply online 15th September 2023
Category for SC/ST General
Amount For SC/ST 1000/month
For General 500/month

Lokhir Bhandar Prokolpo Benefits

  • এই প্রকল্পের দ্বারা পশ্চিমবঙ্গের ১ কোটি ৬০ লক্ষ মহিলারা উপকৃত হবেন ।
  • SC/ST মহিলারা মাসে ১০০০ টাকা করে পাবেন
  • General Category মহিলারা মাসে ৫০০ টাকা করে পাবেন
  • ২৫ থেকে ৬০ বছর বয়স পর্যন্ত সমস্ত মহিলারা যারা অন্য কোনো ভাত পাননি তারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন
  • মহিলারা স্বনির্ভর হতে পারবে
  • এই প্রকল্পের জন্য সরকার বছরে ২০ হাজার কোটি টাকা বরাদ্দ করেছেন

Lokhir Bhandar Prokolpo Documents Required

  • Aadhar Card
  • Category Certificate ( SC/ST/OBC)
  • Photocopy
  • Swasthya Sathi Card
  • Address Proof
  • Residential Certificate proof
  • Mobile Number
  • Bank Account details
  • Passbook front page photo copy

Lokhir Bhandar Prokolpo Eligibility Criteria

  • আপনাকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে
  • আবেদন কারির বয়স ২৫ থেকে ৬০ বছর এর মধ্যে হতে হবে
  • একমাত্র মহিলারা ই আবেদন করতে পারবেন
  • ২ হেক্টর এর বেশী জমি থাকলে আবেদন করা যাবে না
  • আগে থেকে কোনো সরকারি ভাতা পেয়ে থাকলে আবেদন করা যাবে না

Lokhir Bhandar Prokolpo Application Form

নীচের দেওয়া Download Link এ ক্লিক করে ফর্ম টি ডাউনলোড করুন

Lokhir Bhandar Prokolpo Application Form Fill up

প্রথমে আপনি আপনার নিকটবর্তী দোকান থেকে ফর্ম টি নিয়ে আসুন

এবার ফর্ম তে এই তথ্য গুলি পূরণ করুন –

  • নাম
  • বাবার / স্বামীর নাম
  • আধার নম্বর
  • স্বাস্থ্য সাথী কার্ড নম্বর
  • ফোন নম্বর
  • জন্ম তারিখ
  • জাতি
  • ব্যাংক অ্যাকাউন্ট এর তথ্য

ফর্ম টি ভালো করে পূরণ করে সেটা দুয়ারে সরকার ক্যাম্প এ গিয়ে জমা করুন । এভাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করা যাবে ।

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কত টাকা দেওয়া হবে ?

Sc/St দের ১০০০ টাকা এবং General দের ৫০০ টাকা করে দেওয়া হবে প্রতি মাসে ।

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কবে থেকে আবেদন করা যাবে ?

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ১৬ ই আগস্ট থেকে আবেদন করা যাবে ।

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদনের শেষ তারিখ ?

১৫ ই সেপ্টেম্বর ২০২১

Leave a Comment

error: