বাংলারভুমি সাইট টি কিছুদিন পূর্বেই আপডেট হয়েছে । আমাদের জমির রেকর্ড কোন
কারণ বসত হারিয়ে গেলে আমদের নানান সমস্যার সম্মুখীন হতে হয় । কিন্তু এবার আর
আপনাকে সমস্যার সম্মুখীন হতে হবে না । পশ্চিমবঙ্গ সরকার এর অনলাইন পোর্টাল এ গিয়ে
আপনি খুব সহজেই প্লট নম্বর অথবা জমির খতিয়ান নম্বর টাইপ করলেই আপনি আবার
নতুন করে জমির দলিল টি ডাউনলোড করে নিতে পারবেন । এই পোস্ট টি তে আপনি
সমস্ত তথ্য পেয়ে যাবেন এবং এর পর থেকে আপনার জমি সংক্রান্ত যেকোনো অসুবিধা
আপনি খুব সহজেই সমাধান করতে পারবেন । তাই সময় নষ্ট না করে নীচের স্টেপ গুলি
ভালোভাবে পড়ুন ।
Bangla bhumi record details
Contents
- 1 How to register in banglarbhumi ?
- 2 Log in process for departmental use
- 3 Log in process for citizens
- 4 How to apply for ROR
- 5 Track application status of ROR
- 6 Banglarbhumi know your property / land record
- 7 Check RS and RL plot information
- 8 Query number থেকে প্লট কিভাভে সার্চ করবেন ?
- 9 Process to file Public grievance
- 10 Plot map request কিভাভে করবেন ?
- 11 How to pay fee at Banglarbhumi ?
- 12 Banglarbhumi app download কিভাভে করবেন ?
Name | Banglarbhumi |
State | West Bengal |
Manage by | West Bengal gov. |
Beneficaries | Resident of west bengal |
Main objective | Digitalization |
Official website | https://banglarbhumi.gov.in/ |
Benefits of Banglarbhumi online portal
বাংলারভুমি পোর্টাল আপনার কিভাভে সাহায্য করবে ?
১) বাংলারভুমি পোর্টাল এ আপনার জমি সংক্রান্ত সমস্ত তথ্য একই জায়গায় পেয়ে যাবেন ।
২) জমি কেনা বেচা সংক্রান্ত মামলা তে কাজ অনেক সহজ হয়ে যাবে ।
৩) জমির সমস্ত তথ্য যেকোনো সময় বাড়ীতে বসেই বের করিয়ে নিতে পারবেন ।
৪) শিল্পপতিদের কারখানা বা অন্য কিছু নির্মাণে জমি বাছাই করতে সুবিধা হবে ।
৫) আপনাকে সরকারি অফিসে গিয়ে ছোটাছুটি করতে হবে না ।
৬) সবশেষে বলা যায় , আপনার মূল্যবান সময় বেঁচে যাবে ।
@Banglarbhumi.gov.in all services
· Citizen-Centric Services
· Digitization of Map & Records
· Preparation, updates, Maintenance
· Distribution of Land
· Management of ISU
· Rent Controller
· Thika Tenancy
· Indo-Bangladesh Boundary Demarcation
· State Land Use Board
· Training ( ARTI/LMTC)
How to register in banglarbhumi ?
banglarbhumi registration at banglarbhumi.gov.in
১) প্রথমে অফিসিয়াল সাইট অথবা banglarbhumi.gov.in টি গুগল এ সার্চ করুন ।
২) এরপর ওপরের দিকে sign up অপসেন এ ক্লিক করুন ।
৩) এরপর নিম্নলিখিত জায়গা গুলি পুরন করুন
· Name
· Father Name/ Mother Name
· Address
· Municipality
· Police Station
· District
· Pin Code
· Valid Email id
· Valid Mobile Number
· Password
৪) এরপর Captcha Code টি পূরণ করুন
৫) সবশেষে submit তে ক্লিক করুন এবং আপনার মোবাইল এ একটি OTP আসবে
সেটা fill করলেই আপনার রেজিস্ট্রেশান সম্পূর্ণ হয়ে যাবে ।
** এরপর আপনি sign in অপসেন এ ক্লিক করবেন । সেখানে আপনি দুটি অপসেন
দেখতে পাবেন , departmental ও citizens। আপনি Department এর
কর্মকর্তা হলে departmental নতুবা citizens এ ক্লিক করবেন ।
Log in process for departmental use
আপনি Department এর কর্মকর্তা হলে departmental তে ক্লিক করবেন |
১) প্রথমে ‘Citizen service’ এই অপসেন এ ক্লিক করুন ।
২) ‘Department use ’ এতে ক্লিক করুন |
৩) এরপর user id ও password টাইপ করুন ।
৪) এখন Captcha ফিল করুন ।
৫) এবার Log in তে ক্লিক করুন |
৬) আপনার Department লগ ইন সম্পূর্ণ হয়ে গেছে ।
Log in process for citizens
১) প্রথমে ‘Citizen service’ এই অপসেন এ ক্লিক করুন ।
২) ‘Citizens’ এতে ক্লিক করুন |
৩) এরপর user id ও password টাইপ করুন ।
৪) এখন Captcha ফিল করুন ।
৫) এবার Log in তে ক্লিক করুন |
৬) আপনার Citizens লগ ইন সম্পূর্ণ হয়ে গেছে ।
How to apply for ROR
১) প্রথমে পশ্চিমবঙ্গ সরকার এর অফিসিয়াল ই পোর্টাল এই লিঙ্ক এ ক্লিক করুন ।
২) এরপর ‘Citizenship registration’ তে যান ।
৩) এবার তথ্য গুলি পূরণ করুন ।
৪) এবার আপনার মোবাইল ও ইমেইল তে যে OTP টি যাবে সেটা টাইপ করুন ।
৫) Activation link এ ক্লিক করুন ।
৬) এবার আপনার Log in id ও password দিয়ে Log in করুন
৭) প্রয়োজনীয় তথ্য গুলি পূরণ করুন ।
৮) সবশেষে Submit অপসেন এ ক্লিক করুন ।
৯) এবার আপনার একটি acknowledgment slip ফর্ম application number নম্বর হবে ।
১০) এরপর কিছুদিন পর ভেরিফাই হয়ে যাবে ।
Track application status of ROR
১) প্রথমে পশ্চিমবঙ্গ সরকার এর অফিসিয়াল ই পোর্টাল এই লিঙ্ক এ ক্লিক করুন ।
২) এরপর ‘ Inspection report’ এই অপসেন এ ক্লিক করুন ।
৩) আপনার application id টি পূরণ করে search docoument এ ক্লিক করুন ।
৪) এখন আপনি application status টি আপনি দেখতে পেয়ে যাবেন ।
Banglarbhumi know your property / land record
১) প্রথমে অফিসিয়াল সাইট এ ভিসিট করুন ।
২) এরপর ‘know your property’ তে ক্লিক করুন ।
৩) এগুলি ফর্ম তে ভরুন
- আপনার জেলা
- ব্লক
- ও মৌজা
Check RS and RL plot information
১) প্রথমে ‘Citizen service’ অপসেন এ ক্লিক করুন ।
২) এরপর নীচের দিকে ‘RS/LR information ’এ ক্লিক করুন |
৩) নতুন একটা পেজ খুলে যাবে সেখানে
· District
· BLock
· Mouza
এগুলি পূরণ করুন ,এরপর ডানদিকে যে দুটি অপসেন পাবেন (RS/LR ) আপনার যেটা
দরকার সেটাতে টাইপ করে এবং Captcha ফিল করলেই হয়ে যাবে ।
Query number থেকে প্লট কিভাভে সার্চ করবেন ?
নম্বর থেকে প্লট সার্চ করার জন্য আপনাকে
১) প্রথমে ‘Query search’ অপ সেন এ ক্লিক করতে হবে ।
২) তারপর ‘Queary no.’ ও ‘Query year’ টি টাইপ করতে হবে ।
৩) এরপর ‘ Captcha’ ফিল করে view তে ক্লিক করলেই আপনি জমির তথ্য দেখতে
পেয়ে যাবেন ।
Process to file Public grievance
১) প্রথমে ‘Public girevance’ অপসেন এ ক্লিক করুন ।
২) এরপর একটি নতুন পেজ খুলবে সেখানে details সমস্ত পূরণ করুন ।
৩) submit তে ক্লিক করলেই ফর্ম টি submit হয়ে যাবে ।
check status of Public grievance
১) প্রথমে ‘Public grievance’ অপসেন এ ক্লিক করুন ।
২) এরপর একটি নতুন পেজ খুলবে সেখানে ‘grievance status/ discriprtion’ ক্লিক করবেন ।
৩) এবার আপনার UPN নম্বর টি টাইপ করুন এবং captcha fill করে
৪) Show তে ক্লিক করুন ।
Process to check Mouza availability Information
Mouza availability information check করতে হলে
১) সর্বপ্রথম ‘mouza information’ তে ক্লিক করুন ।
২) এরপর আপনার জেলা, ব্লক ও মৌজা এর নাম লিখুন
৩) continue বোতাম এ ক্লিক করলেই আপনি ম্যাপ টি পেয়ে যাবেন ।
যদি ম্যাপ টি ‘record not found’বলে তার মানে ম্যাপ টি available নেই ।
Banglarbhumi application / reciept reprint
Application/reciept reprint করতে হলে এই step গুলি ফলো করুন
১) প্রথমে অফিসিয়াল সাইট এ যান ।
২) এরপর ‘ Online application’ ট্যাব এ ক্লিক করুন ।
৩) এরপর একটি লিস্ট বেরিয়ে আসবে
· conversion
· mutation
· certified copy
· plot information
· plot map
এগুলির মধ্যে আপনার যেটার প্রয়োজন সেটা বাছাই করে application id টা পূরণ করুন ।
৪) এবার ‘captcha’ fill করে submit তে ক্লিক করুন ।
এগুলি করা হয়ে গেলে আপনার application টি প্রিন্ট করিয়ে নিবেন ।
Plot map request কিভাভে করবেন ?
১) প্রথমে homepage এ যান ।
২) এরপর ‘citizen service’ এ ক্লিক করুন ।
৩) এবার service delivery তে ক্লিক করার পর mouza map request তে ক্লিক করুন ।
৪) এবার সেখানে আপনার
District
· Mouza
· Block
· Map type
· Sheet no.
এগুলি ফিল করে view তে ক্লিক করুন ।
How to pay fee at Banglarbhumi ?
১) প্রথমে Homepage এ আসুন ।
২) এবার Online application tab এ ক্লিক করুন ।
৩) এখানে Fees Payment তে ক্লিক করুন ।
৪) এরপর ফর্ম টি পূরণ করুন এবং অন লাইন এ পেমেন্ট করে ( Net banking/ Debit card / credit card ) submit তে টিপুন ।
Banglarbhumi app download কিভাভে করবেন ?
১) প্রথমে Play store ওপেন করুন ।
২) এবার banglarbhumi app লিখে সার্চ করুন ।
৩) এখানে একটি লিস্ট বেরিয়ে আসবে ।
৪) সবার ওপরের অ্যাপ টি তে ক্লিক করে ডাউনলোড করুন ।