নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে swami vivekananda scholarship সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করবো ।এই পোস্ট এ আপনারা কিভাভে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন করবেন ? কিভাভে আবেদন করবেন ? কি কি ডকুমেন্ট লাগবে এবং লাস্ট ডেট ও স্কলারশিপ ফর্ম এর PDF এর ডাউনলোড ইত্যাদি সম্পর্কে সমস্ত তথ্য নীচে পাওয়া। যাতে আপনার কোন অসুবিধা না হয় তার জন্য সমস্ত লিঙ্ক ও দেওয়া হবে
· Name
· Provide by · Launched by · Motive · Beneficiaries · website |
· Swami Vivekananda scholarship
· Swami vevekananda scholarship trust wb · West Bengal gov. · Education scholarship · students · Svmcm.wbhed.gov.in |
।
What is Swami vivekanada scholarship ?
Contents
নবান্ন স্কলারশিপ এর ন্যায় স্বামী বিবেক আনন্দ স্কলারশিপ টি ও একটি খুব ই উপযোগী ।প্রতি বছর অসংখ্য ছাত্র -ছাত্রী এতে আবেদন করেন ও উপকৃত হন । 9th ক্লাস থেকে 12th ক্লাস পর্যন্ত স্টুডেন্টস এমনকি Graduate ও post graduate এর পাঠরত রা আবেদন করতে পারেন । এই স্কলারশিপ মধ্যবিত্ত ও নিম্নবিত্ত দের পড়াশুনা চালিয়ে যেতে সাহায্য করেন , তাদের আর্থিক ভাবে সহয়তা করে পড়াশুনার খরচ বহন করেন ।
How to apply swami vivekananda scolarship
নিম্নলিখিত স্টেপ গুলি চেক করুন
১) অফিসিয়াল ওয়েবসাইট এই লিঙ্ক এ ক্লিক করুন
২)আপনার তথ্য দিয়ে ফর্ম টি রেজিস্টার করুন
৩) সঠিক মোবাইল নাম্বার টি টাইপ করুন
৪)এরপর ই মেল টাইপ করুন
৫) এগুলি করার পর আপনার ১৫ ডিজিট এর রেজিস্ট্রেশান নাম্বার টি তৈরি হয়ে যাবে
৬) লগ ইন আইডি ও পাসকোড দিয়ে আপনি লগ ইন করুন
৭) Captcha code ফিল করে আপনার ফাঙ্কা স্থান গুলি পুরন করুন
৮)এরপর আপনার ফটো কপি ও হস্তাক্ষর(Signature) স্কেন করে Jpeg format (size under 20 kb ) ্তে আপলোড করবেন ।
৯) Submit এ ক্লিক করে আপনার প্রসেস সম্পূর্ণ করুন
Other Documents required
১) আপনার ঠিকানা প্রমান
২) যে ক্লাসে এপ্লাই করবেন তার মার্ক সীট
৩) রেশন কার্ড অথবা আধার কার্ড
৪) ব্যাঙ্ক এর খাতার প্রথম পাতা
৫) পাসপোর্ট সাইজ ছবি
৬) ইনকাম প্রমান
৭) Domicial Certificate
Eligibility criteria
এই স্কলারশিপ এ এপ্লাই করার শর্তাবলি
১) আপনাকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হওয়া প্রয়োজন ।
২) আপনার পরিবার এর ইনকাম ২৫০০০০ ( দুই লক্ষ পঞ্চাশ হাজার ) প্রতি বছর এর নিচে হতে হবে ।
এছাড়া অন্যান্য শর্তাবলী গুলি হোল
১) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক – মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার নম্বর ৭৫ % এর ওপরে থাকতে হবে ।
২) মহাবিদ্যালয় – মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার নম্বর ৭৫ % এর ওপরে থাকতে হবে ও প্রথম বর্ষের প্রাপ্ত নম্বর ৭৫ % এর ওপরে থাকতে হবে । দ্বিতীয় বর্ষে ও এটিই প্রযোজ্য ।
৩)ইউনিভারসিটি – মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার নম্বর ৭৫ % এর ওপরে থাকতে হবে ও প্রথম বর্ষের নম্বর ৫৫% পেতে হবে । দ্বিতীয় বর্ষে ও এটিই প্রযোজ্য ।
Renewal process
আপনার স্কলারশিপ টি করতে গেলে আপনাকে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট এ লগ ইন করে আপনি স্কলারশিপ এর জন্য আবেদন করতে পারেন । নতুন শিক্ষাবর্ষ শুরু হওয়ার পূর্বেই আপনাকে এপ্লাই করতে হবে ।
Selection process of swami vivekananda scholarship
১) প্রথমে আপনার ফর্ম টি গ্রহন করা হবে ।
২) ফর্ম গ্রহন করার পর সমস্ত ডকুমেন্ট যাচাই করা হবে ।
৩) এরপর নম্বর এর ভিত্তিতে ক্রম আনুসারে সাজানো হবে ।
৪) এবার সব শেষে আপনার ব্যাংক খাতা তে টাকা পাঠিয়ে দেওয়া হবে ।
Total amount of scholarship
আপনার ID কিভাভে LOG IN করবেন ?
আপনার ID তে LOG IN করার জন্য আপনি এই স্টেপ গুলি ফলো করুন ?
১) প্রথমে আফিসিয়াল সাইট এ লগ ইন করুন
২) Application Id ও Password টাইপ করুন
৩) এবার সাবমিট ( Submit ) এতে ক্লিক করুন
Helpline Number of Swami Vivekananda Scholarship
Email Id : [email protected]
Toll Free No. – 1800-102-8014