Aadhar card update kivave korbo?-আধার কার্ড সংশোধন 2023

-মোবাইল নম্বর, ঠিকানা, নাম আপডেট করুন 

 

আমাদের দেশে আধার কার্ড একটি খুব ই গুরুত্বপূর্ণ নথিপত্র । আমদের দেশের সকল নাগরিক এর আধার কার্ড থাকা অতি আবশ্যক । এটার আপনাকে প্রমাণিত করে যে আপনি আমাদের প্রিয় ভারতবর্ষের নাগরিক । এটি বাধ্যতামূলক একটি নথিপত্র যা আপনার কাছে থাকা অতি প্রয়োজন । প্রায় সমস্ত রকম বেসরকারি ও সরকারি কাজে আপনার যখন পরিচয়পত্র চাওয়া হয় তখন কিন্তু আধার কার্ড খুব এই কাজে লেগে যাই । তাই আর বলার অবকাশ থাকে না এই আধার কার্ড এর গুরুত্ব ।

যদি আপনি ভারতবর্ষের অধিবাসী হন তাহলে আপনি নিশ্চয়ই আধার কার্ড সম্পর্কে জেনে থাকবেন এবং আপনি বানিয়েও রেখেছেন । Aadhar card বানানোর ন্যূনতম বয়স ৫ বছর ।এই কার্ড আমাদের বিভিন্ন জায়গাই যেমন ব্যাংক এর খাতা খুলতে, প্যান কার্ড বানাতে, নতুন সিম কার্ড চালু করতে, ভোটার কার্ড বানাতে এছাড়া প্রায় সমস্ত রকম কাজ এই আধার কার্ড এর প্রয়োজন হয় । অনেক সময়েই আমরা আধার কার্ড এর নথিপত্র তো ঠিক এই জমা করি কিন্তু যখন কার্ড টি আমাদের বাড়ি এসে পৌছাই তখন কিন্তু কিছু না কিছু ভুল থেকেই যায় । যদিও আমরা সেটা সংশোধন করিয়ে নিতে পারি । তাই এই পোস্ট টি তে আমরা সম্পূর্ণ ভাবে আধার কার্ড এর নাম, ঠিকানা, ফোন নম্বর এছাড়া অন্যান্য সব রকমের সংশোধন এর নিয়ম এই আর্টিকেল এ দেওয়া আছে । পোস্ট টি শেষ অব্দি ভালোভাবে পড়ুন ।

আধার কার্ড সংশোধন করতে কি কি ডকুমেন্টস লাগবে ?

আপনার আধার কার্ড সংশোধন এর ক্ষেত্রে নিম্নলিখিত ডকুমেন্টস গুলির মধ্যে যেকোনো একটির প্রয়োজন আপনার আধার কার্ড সংশোধন এর ক্ষেত্রে নিম্নলিখিত ডকুমেন্টস গুলির মধ্যে যেকোনো একটির প্রয়োজন –

১) Passport

২) Pan card

৩) Voter ID

৪) Ration/ PDS photo card

৫) Driving License

৬) SC/ST/OBC certificate with photo card

৭) Kissan photo passbook

Step 1 : visit Aadhar service portal

প্রথমে আধার সার্ভিস পোর্টাল এ যান (UIDAI.GOV.IN)

এরপর ‘ update your adress online’ এতে ক্লিক করুন ।

 Step 2 : click on proceed to update adress

আপনার উপরোক্ত ডকুমেন্টসগুলি থাকলে ‘proceed to update Aadhar’ এই অপসেন এ ক্লিক করুন ।

প্রথমে  আপনার ১২ ডিজিট এর আধার কার্ড নম্বর এখানে দিয়ে দিন

এরপর Captcha code টি পূরণ করে send OTP বাটন এ ক্লিক করুন ।

আপনার মোবাইলে একটি OTP যাবে সেটা সাবমিট করে আপনার নাম , জন্ম তারিখ , ঠিকানা, এগুলি সংশোধন করে নিতে পারবেন ।

এই কাজগুলি করা শেষ হয়ে গেলে আপনাকে এবার একটি পরিচয়পত্র আপলোড করতে হবে সেখানে আপনার পছন্দ মতো কোন একটি পরিচয় পত্র আপলোড করে দিবেন । এরপর ‘procced’ button এ ক্লিক করলেই আপনার প্রসেস কমপ্লিট হয়ে যাবে ।

মনে রাখুন ঃ নাম পরিবর্তন ৩ বার , জন্ম তারিখ ১ বার এবং লিঙ্গ পরিবর্তন ও একবার ই করতে পারবেন ।

আধার কার্ড এর স্ট্যাটাস চেক করতে হলে
প্রথমে আপনি ১৪ ডিজিট এর EID NUMBER টি টাইপ করুন ।
এরপর Captcha fill করলেই আপনি আধার কার্ড এর স্ট্যাটাস চেক করতে পারবেন ।

Leave a Comment

error: