স্থানীয় মান কাকে বলে? স্থানীয় মান পদ্ধতি নির্ণয় কর

হ্যালো বন্ধুরা, আজকে আমরা স্থানীয় মান কি এবং স্থানীয় মান নির্ণয় পদ্ধতি কি তা নিয়ে আজকের এই পোস্টে বিস্তারিত আলোচনা করছি । অঙ্কের এই প্রশ্নটি জানা আপনাদের খুবই প্রয়োজন তাই প্রশ্নের উত্তরটি মন দিয়ে পড়ুন এবং বন্ধুদের সাথেও শেয়ার করুন ।

স্থানীয় মান কাকে বলে

Contents

কোন একটি সংখ্যায় ব্যবহৃত কোন অঙ্ক তার অবস্থানের জন্য যে সংখ্যা প্রকাশ করে তাকে স্থানীয় মান বলে । যেমন ৬৬৬ সংখ্যাটির সবথেকে ডানদিকে ৬ এর স্থানীয় মান ৬, এইরকম ভাবে ডানদিক থেকে দ্বিতীয় সংখ্যাটির স্থানীয় মান ৬ x ১০ = ৬০ এবং সর্বডানদিক দিয়ে তৃতীয় সংখ্যাটির স্থানীয় মান ৬ x ১০০ =৬০০ ।

একই সংখ্যার স্থান পরিবর্তনের সাথে সাথে তার স্থানীয় মান ও পরিবর্তন হচ্ছে কিন্তু সংখ্যাটির স্বকীয় মান একই থাকে । যেমন- ৬০০+৬০+৬ =৬৬৬ ।

স্থানীয় মান পদ্ধতি নির্ণয় কর

২৭ সংখ্যাটির স্থানীয় মান নির্ণয় কর ।

এখানে, ৭ এর স্থানীয় মান ৭ × ১ = ৭

২ এর স্থানীয় মান ২ × ১০ = ২০

৬৪২৯৭৮ সংখ্যাটির স্থানীয় মান নির্ণয় কর ।

এখানে, ৮ এর স্থানীয় মান ৮ × ১ = ৮

৭ এর স্থানীয় মান ৭ × ১০ = ৭০

৯ এর স্থানীয় মান ৯ × ১০০ = ৯০০

২ এর স্থানীয় মান ২ × ১০০০ = ২০০০

৪ এর স্থানীয় মান ৪ × ১০০০০ = ৪০০০০

৬ এর স্থানীয় মান ৬ × ১০০০০০ = ৬০০০০০

সংখ্যাটির স্বকীয় মান একই থাকবে । ৬০০০০০০+৪০০০০+২০০০+৯০০+৭০+৮ =৬৪২৯৭৮

২৮৩৭৪৬৫ সংখ্যাটির স্থানীয় মান নির্ণয় কর-

এখানে, ৫ সংখ্যাটির স্থানীয় মান ৫ × ১ = ৫

৬ সংখ্যাটির স্থানীয় মান ৬ × ১০ = ৬০

৪ এর স্থানীয় মান ৪ × ১০০ = ৪০০

৭ এর স্থানীয় মান ৭ × ১০০০ = ৭০০০

৩ এর স্থানীয় মান ৩ × ১০০০০ = ৩০০০০

৮ এর স্থানীয় মান ৮ × ১০০০০০ = ৮০০০০০

২ এর স্থানীয় মান ২ × ১০০০০০০ = ২০০০০০০

আজকের এই পোস্টে আমরা স্থানীয় মান কাকে বলে তা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করলাম । আশা করি পোস্ট টি তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করুন । আমাদের ওয়েবসাইটে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়ের প্রশ্নের উত্তর আলোচনা করা হয় ।

Leave a Comment

error: