হ্যালো বন্ধুরা, আজকে এই পোস্ট এ আমরা ষষ্ঠ শ্রেণী গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৬ নিয়ে আলোচনা করছি । আশা করি এই পোস্ট টি তোমাদের প্রশ্নের উত্তর জানতে বিশেষ ভাবে সাহায্য করবে এবং তোমরা খুব এই উপকৃত হবে ।
Class 6 Mathematics Model Activity Task (ষষ্ঠ শ্রেণী গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৬) এর সমস্ত উত্তরগুলি নীচে দেওয়া হল তাই সময় নষ্ট না করে উত্তর গুলি তাড়াতাড়ি দেখে নাও ।
Class 6 Mathematics Model Activity Task 6
Mathematics
Part-6
Activity-1
নিচের প্রশ্নগুলির উত্তর লেখ :
- বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন (MCQs):
(i) 14 অংশ ডিম নষ্ট হলে , ডিম নষ্ট হয়েছে শতকরা
(a) 25%
(b) 14%
(c) 100%
(d) 40%
ধরি, 1 টি ডিম = 1 অংশ
অর্থাৎ, 100/14*100 = 14
উত্তরঃ (a) 14%
(i) 500 গ্রাম =
(a) 0.05 কি.গ্রা.
(b) 500 × 1000 কি.গ্রা.
(c) 0.5 কি.গ্রা.
(d) 5 × 100 কি.গ্রা.
উত্তরঃ (c) 0.5 কি.গ্রা.
(i) 0.3 , 0.16 , 0.1 সংখ্যাগুলিকে মানের উর্ধক্রমে সাজালে পাওয়া যাবে
(a) 0.3 , 0.16 , 0.1
(b) 0.1, 0.16 , 0.3
(c) 0.1, 0.3, 0.16
(d) 0.3, 0.1 , 0.16
উত্তরঃ মানের উর্ধক্রমে সাজালে পাওয়া যাবে (b) 0.1, 0.16 , 0.3
(i) 3,5 ও 1,15 এর
(a) গ.সা.গু সমান কিন্তু ল.সা.গু অসমান
(b) গ.সা.গু অসমান কিন্তু ল.সা.গু সমান
(c) গ.সা.গু অসমান এবং ল.সা.গু অসমান
(d) গ.সা.গু সমান এবং ল.সা.গু সমান
উত্তরঃ (d) গ.সা.গু সমান এবং ল.সা.গু সমান
Activity-2
2. বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও
ক | খ |
---|---|
(i) একটি নিরেট চোঙের বক্রতল এবং সমতলের সংখ্যা যথাক্রমে | (a) 1,1 |
(ii) একটি নিরেট শঙ্কুর বক্রতল এবং সমতলের সংখ্যা যথাক্রমে | (b) 1,2 |
(iii) বর্গাকার ভূমিযুক্ত প্রিজমের ধার সংখ্যা এবং তলসংখ্যা যথাক্রমে | (c) 8,5 |
(iv) বর্গাকার ভূমিযুক্ত পিরামিডের ধার সংখ্যা এবং তলসংখ্যা যথাক্রমে | (d) 12,6 |
প্রশ্নের উত্তরঃ
(i) → (b) 1,2
(ii) → (b) 1,1
(iii) → (b) 12,6
(iv) → (b) 8,5
Activity-3
নিচের শব্দগুলি উপরের কোন চিত্রগুলির সঙ্গে যুক্ত মেলাও ( যেকোনো 2 টি )
ক | খ |
---|---|
A. সমরেখ | চিত্র (c) |
B. অসমরেখ | চিত্র (b) |
C. সমবিন্দু | চিত্র (a) |
উত্তরঃ
A. সমরেখ → চিত্র (b)
B. অসমরেখ → চিত্র (a)
C. সমবিন্দু → চিত্র (c)
(ii) A হাতের কাজে 50 এর মধ্যে 20 নম্বর পেয়েছে কিন্তু B 25 এর মধ্যে 10 নম্বর পেয়েছে । কে বেশী নম্বর পেয়ছে শতকরার সাহায্যে নির্ণয় কর।
A 50 এর মধ্যে 20 নম্বর পেয়েছে অর্থাৎ 20/50% =40% নম্বর পেয়েছে ।
B 25 এর মধ্যে 10 নম্বর পেয়েছে অর্থাৎ 10/25% =40% নম্বর পেয়েছে ।
অতএব বলা যাবে যে, A ও B উভয়েই সমান নম্বর পেয়েছে ।
(iii) একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 14.4 সেমি। ত্রিভুজটির 1টি বাহুর দৈর্ঘ্য দশমিক সংখ্যায় লেখ।
উত্তর – (14.4 ÷ 3 ) সেমি = 4.8 সেমি ।
(i) সংখ্যারেখার সাহায্যে বিয়োগফল নির্ণয় কর। (+7) – ( -5)
উত্তর – (+7) – ( -5) = (+7) + ( +5) = +12
আরও পড়ুন –