আজকে আমরা শক্তি ও ক্ষমতার মধ্যে পার্থক্য গুলি কি কি তা সম্পর্কে আলোচনা করছি ।
শক্তি কাকে বলে ?
কাজ করার ক্ষমতা কে শক্তি বলা হয় । শক্তির একক কে জুল বলা হয় ।
ক্ষমতা কাকে বলে ?
সাধারণ ভাবে কাজ করার সামর্থ্য কে ক্ষমতা বলা হয় । এই ক্ষমতা কেবল কর্মের মাধ্যমেই উপলব্ধি করা যায় ।
শক্তি ও ক্ষমতার মধ্যে পার্থক্য ?
শক্তি | ক্ষমতা |
---|---|
কোন বস্তুর কাজ করার ক্ষমতা কে শক্তি বলা হয় । | কোন বস্তুর কাজ করার সামর্থ্য কে ক্ষমতা বলা হয় । |
শক্তি দ্বারা মোট কাজের হিসাব পাওয়া যায়। | ক্ষমতা দ্বারা একক সময় কাজের হিসাব পাওয়া যায়। |
শক্তি পরিমাপের জন্য সময় প্রয়োজন হয় না। | ক্ষমতা পরিমাপের জন্য সময় প্রয়োজন হয়। |
শক্তির একক জুল (M.K.S) | ক্ষমতার একক ওয়াট (M.K.S) |
শক্তি = F × S | ক্ষমতা , P = w/t |
শক্তিকে ধরে রাখা যায় না । | ক্ষমতা কে ধরে রাখা যায় । |