ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ কাকে বলে সংজ্ঞা দাও

হ্যালো বন্ধুরা, আজকে আমরা ভাজ্য কাকে বলে, ভাজক কাকে বলেভাগফল কাকে বলে ও ভাগশেষ কাকে বলে তা নিয়ে আজকের এই পোস্টে বিস্তারিত আলোচনা করবো । গণিতের এই প্রশ্ন গুলির উত্তর জানা খুব জরুরি তাই প্রশ্নের উত্তরগুলি ভালো ভাবে পড়ুন এবং বন্ধুদের সাথেও শেয়ার করুন ।

ভাজ্য, ভাজক ও ভাগফলের সূত্র

ভাজ্য = ভাজক × ভাগফল + ভাগশেষ

ভাগফল = (ভাজ্য-ভাগশেষ) ÷ ভাজক

ভাজক = (ভাজ্য-ভাগশেষ) ÷ ভাগফল

ভাজ্য কাকে বলে?

ভাগ করার সময় যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে ।

উদাহরণ- ১৫÷৫ এখানে ১৫ কে ৫ দিয়ে ভাগ করা হচ্ছে অর্থাৎ ১৫ হল ভাজ্য ।

ভাজক কাকে বলে?

ভাগের সময় যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে ভাজক বলে ।

উদাহরণ- ১৫÷৫ এখানে ৫ দিয়ে ৫ কে ভাগ করা হচ্ছে অর্থাৎ ৫ হল ভাজক ।

ভাগফল কাকে বলে?

ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করার ফল যে সংখ্যাটি পাওয়া যায় তাকে ভাগফল বলে ।

উদাহরণ- ১৫÷৫ এখানে ১৫ কে ৩ সংখ্যা দিয়ে ভাগ করলে ১৫ হবে, অর্থাৎ এখানে ভাগফল ৩ ।

ভাগশেষ কাকে বলে?

ভাগ করার পর যে সংখ্যাটি অবশিষ্ট থাকে সেই সংখ্যাটি হল ভাগশেষ ।

উপরোক্ত চিত্রটিতে ২১ কে ৪ দিয়ে ভাগ করায় ১ ভাগশেষ রয়েছে ।

মৌলিক সংখ্যা কাকে বলে?

যে সংখ্যা কেবলমাত্র ১ এবং একমাত্র সেই সংখ্যা দ্বারাই বিভাজ্য অন্য কোন সংখ্যা দ্বারা বিভাজ্য নয় তাকে মৌলিক সংখ্যা বলে ।

যেমন- ১৩ একটি মৌলিক সংখ্যা । এই সংখ্যাটি কেবলমাত্র ১ এবং ১৩ দ্বারাই বিভাজ্য ।

১ থেকে ১০০ পর্যন্ত মোট ২৫ টি মৌলিক সংখ্যা আছে । ২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯, ৩১, ৩৭, ৪১, ৪৩, ৪৭, ৫৩, ৫৯, ৬১, ৬৭, ৭১, ৭৩, ৭৯, ৮৩, ৮৯, ৯৭

যৌগিক সংখ্যা কাকে বলে?

যে সংখ্যা ১ এবং তাছারাও অন্য কোন সংখ্যা দ্বারাও বিভাজ্য তাকে যৌগিক সংখ্যা বলে ।

যেমন- ১৫ সংখ্যাটি ১, ৩, ৫, ১৫ দ্বারা বিভাজ্য ।

কতগুলি প্রশ্ন-

১) ১ থেকে ১০০ পর্যন্ত মোট কয়টি মৌলিক সংখ্যা আছে?

উত্তর- ১ থেকে ১০০ পর্যন্ত মোট ২৫ টি মৌলিক সংখ্যা আছে ।

২) ১ মৌলিক না যৌগিক কি সংখ্যা?

উত্তর- ১ না মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা ।

৩) ২০ ÷ ৫ এখানে ভাজক কোনটি?

উত্তর- ২০ ÷ ৫ এখানে ৫ হল ভাজক ।

৪) ৪৫০০ কে ৯ দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে?

উত্তর- ৪৫০০ কে ৯ দ্বারা ভাগ করলে ভাগফল হলে ৫০০ ।

Leave a Comment

error: