বিশ্বের শীর্ষ ১০ জন ধনী ব্যাক্তির তালিকা 2023

আপনি কি জানতে চাইছেন যে ২০২১ সালে অর্থাৎ বর্তমানে বিশ্বের শীর্ষ ১০ জন ধনী ব্যাক্তির তালিকা তে কার কার নাম আছে , তাহলে আপনি ঠিক জায়গা তেই এসেছেন । আজ আপনাদের বিশ্বের সবচেয়ে ধনী ব্যাক্তি সঙ্গে সঙ্গে ভারতের সবচেয়ে ধনী ব্যাক্তি কে তার সম্পর্কে বিশদে জানাচ্ছি । ২০২১ সালের ৭ ই জানুয়ারী Bloomberg পত্রিকাতে ঘোষণা করা হয় যে এলন মাস্ক হয়ে গেল পৃথিবীর সবচেয়ে ধনী ব্যাক্তি । এতদিন পর্যন্ত আমাজন কোম্পানির মালিক জেফ বেজস বিশ্বের ধনী ব্যক্তির তালিকাই ছিলেন । এলন মাস্ক এই দশকের একজন খুব এই গুরুত্বপূর্ণ মানুষ যিনি পৃথিবীর ভবিষ্যতের জন্য কাজ করে চলেছেন । এলন মাস্ক এর দুটি কোম্পানি ‘SPACE-X’ ও ‘TESLA’ এই মুহূর্তের সবচেয়ে সেরা দুটি কোম্পানি ।

বিশ্বের সর্বোচ্চ ১০ জন ধনী ব্যাক্তির এই তালিকা সবসময় একই থাকে না । এদের তালিকাই নাম পরিবর্তন হতেই থাকে । মাইক্রোসফট এর মালিক বিল গেটস অনেক দিন পর্যন্ত বিশ্বের ধনী ব্যাক্তির তালিকাই ছিল কিন্তু তাকেও পেছনে ফেলেছিলেন জেফ বেজস । আবার জেফ বেজস কে পিছিয়ে দিলেন এলন মাস্ক । এলন মাস্ক আমেরিকার বাসিন্দা যদিও তার জন্মভূমি দক্ষিণ আফ্রিকা । ধনী ব্যাক্তিদের এই তালিকা ‘Forbes’ নামক এক জনপ্রিয় পত্রিকা প্রকাশ করে থাকেন ।

বিশ্বের শীর্ষ ১০ জন ধনী ব্যাক্তির তালিকা ২০২১

১) এলন মাস্ক, টেসলা ও স্পেস এক্স এর মালিক – ১৮৮ বিলিয়ন ডলার

২) জেফ বেজস, আমাজন এর মালিক – ১৮৪ বিলিয়ন ডলার

৩) বিল গেটস, মাইক্রোসফট এর মালিক – ১৩২ বিলিয়ন ডলার

৪) বারনারড আরনলট, LVMH এর মালিক – ১১৪ বিলিয়ন ডলার

৫) মার্ক জুকারবারগ, ফেসবুক এর মালিক – ১০০ বিলিয়ন ডলার

৬) যং শানশান, ‘Wantai’ এর মালিক – ৯৩ বিলিয়ন ডলার

৭) ওয়ারেন বাফেট, ওয়ার্কসায়ার হাথবে এর মালিক – ৮৭ বিলিয়ন ডলার

৮) লেরই পেজ, গুগল – ৮২ বিলিয়ন ডলার

৯) সারজে ব্রিন, গুগল – ৭৯ বিলিয়ন ডলার

১০) লেরি এল্লিসন, সফটওয়্যার – ৭৯ বিলিয়ন ডলার

এলন মাস্ক টেসলা ও স্পেস এক্স কোম্পানির মালিক তিনিয়েই বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী ব্যাক্তি ।

ভারতের শীর্ষে ১০ জন ধনী ব্যাক্তির তালিকা ২০২১

১) মুকেশ আম্বানি – ৭৪ বিলিয়ন ডলার

২) গৌতম আদানি – ২৬ বিলিয়ন ডলার

৩) শিব নাডার – ২১ বিলিয়ন ডলার

৪) রাধাকিশান ডামানি – ১৮ বিলিয়ন ডলার

৫) উদয় কোটাক – ১৫ বিলিয়ন ডলার

৬) লক্ষ্মী মিত্তল – ১৪ বিলিয়ন ডলার

৭) সাইরাস পুনাওায়ালা – ১১ বিলিয়ন ডলার

৮) সুনীল মিত্তল এন্ড ফ্যামিলি – ১০ বিলিয়ন ডলার

৯) কুমার বিড়লা – ৯.৫ বিলিয়ন ডলার

১০) দিলিপ শাঙ্ঘভি – ৯.৪ বিলিয়ন ডলার

ভারতের মুকেশ আম্বানি যিনি রিলায়েন্স কোম্পানির মালিক তিনি হলেন ভারতের সবচেয়ে ধনী ব্যাক্তি ।

বিশ্বের শীর্ষ ১০ জন ধনী ব্যাক্তির তালিকা ২০২১

তাহলে আপনারা এই পোস্ট এ বিশ্বের এবং ভারতের সবচেয়ে ধনী ব্যক্তিদের সম্পূর্ণ আপডেট ডাটা পেয়ে গেলেন । আশা করি বিশ্বের শীর্ষ ১০ জন ধনী ব্যাক্তির তালিকা ২০২১ সম্পর্কে এই আর্টিকেল টি খুব এই ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তবে অবশ্যয় বন্ধুদের সাথে শেয়ার করুন । আমাদের এই ডাটা টি FORBES থেকে এবং আরও অন্যান্য সাইট থেকে নেওয়া হয়ছে ।

Leave a Comment

error: