হ্যালো, আজকে আমরা বল কাকে বলে, বলের একক কি এছাড়া বল সম্পর্কিত সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর গুলি আলোচনা করছি ।
বল কাকে বলে?
যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করতে চায় অথবা যা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার গতির পরিবর্তন করে বা করতে চায় তাকে বল বলে।
স্পর্শ বল কাকে বলে ?
Contents
যে বল সৃষ্টির জন্য দুটি বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শের প্রয়োজন তাকে স্পর্শ বল বলে।
অভিকর্ষ বল কাকে বলে?
পৃথিবী যখন কোনো বস্তুর উপর মহাকর্ষ বল প্রয়োগ করে তখন তাকে অভিকর্ষ বল বলে।
মহাকর্ষ বল কাকে বলে?
মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে পারস্পরিক আকর্ষণ বলকে মহাকর্ষ বলে।
বলের একক কি ?
বলের একক নিউটন (N) SI পদ্ধতি তে এবং CGS পদ্ধতি তে বলের একক ডাইন (Dyn)
বলের মাত্রা কি ?
বলের মাত্রা [MLT-2] , বলের সমীকরণ F=[MLT-2]
একক বল কাকে বলে?
একক ভরের কোন বস্তুর উপর একক ত্বরণ সৃষ্টি করতে যে বল প্রযুক্ত হয় তাকে একক বল বলে।
ঘূর্ণন বল কাকে বলে?
স্ক্রুকে খোলার জন্য একটি মোচড় বল প্রয়োগ করলে ঘূর্ণন সৃষ্টি হয়। এরূপ বলকে ঘূর্ণন বল বলে।
অসাম্য বল কাকে বলে?
বল প্রয়োগ করার পর যদি কোনো বস্তুর ত্বরণ শূন্য না হয় তখন তাকে অসাম্য বল বলে ।
সাম্যবল কাকে বলে?
বল প্রয়োগ করার পর যদি কোনো বস্তুর ত্বরণ শূন্য হয় তখন তাকে সাম্যবল বলে ।
জড়তা কাকে বলে?
বস্তু যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকতে চাওয়ার প্রবণতাকে জড়তা বলা হয় ।
কোন বস্তুর 50N বল বলতে কী বোঝায়?
কোন বস্তুর 50N বল বলতে বুঝি 1 kg ভরের কোনো বস্তুর উপর 1 N বল প্রয়োগ করলে বস্তুর সরণ বলের দিকে 50 m হয়।
ঘাত বল কাকে বলে?
অতি উচ্চমানের যে বল অল্প সময়ের জন্য ক্রিয়া করে তাকে ঘাত বল বলে। ক্রিকেট বলের ওপর ব্যাট দ্বারা আঘাত ঘাতবলের একটি উদাহরণ। বলের মান এবং ক্রিয়াকালের গুণফল দ্বারা বলের ঘাত বিবেচনা করা হয়।
বল প্রয়োগে বস্তুর কী কী ধরনের পরিবর্তন হয়?
- স্থির বস্তু গতিশীল হয় বা হতে চায়।
- গতিশীল বস্তু স্থির হয় বা হতে চায়।
- চলন্ত বস্তুর গতির দিক পরিবর্তন হয়।
- বস্তুর আকার বা আয়তন পরিবর্তন হয়।