তাৎক্ষণিক বেগ কাকে বলে ?

তাৎক্ষণিক বেগ – সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে বস্তুর সরণের হারকে তাৎক্ষণিক বেগ (Instantaneous velocity) বলে |

তাৎক্ষণিক বেগ বলতে কি বোঝায় ?

তাৎক্ষণিক বেগ বলতে কোনো বস্তুর বিশেষ মুহুর্তের বেগ বুঝায়। কোনো বস্তুর তাৎক্ষণিক বেগ নির্ণয় করতে হলে যে মুহূর্তের বেগ নির্ণয় করতে হবে ঠিক তার পূর্ববর্তী এবং পরবর্তী মুহূর্তে বস্তুটির অবস্থান জানা প্রয়োজন। পূর্ববর্তী এবং পরবর্তী মুহূর্ত বা সময়ের ব্যবধান অবশ্যই অত্যন্ত ক্ষুদ্র হতে হবে (প্রায় শূন্যের কাছাকাছি)।

অর্থাৎ সময়ের মান শূন্যের কারা হলে উক্ত সময়ে সরণের পরিবর্তনের হারকে তাৎক্ষণিক বেগ বলে।

তাৎক্ষণিক দ্রুতি কাকে বলে?

অতি অল্প সময়ের ব্যবধানে যে কোনো মুহূর্তে কোনো বস্তুর অতিক্রান্ত দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে যে দ্রুতি পাওয়া যায় তাকে তাৎক্ষণিক দ্রুতি বলে।

Leave a Comment

error: