তাপ কাকে বলে? তাপ কয় প্রকার ও কি কি?

হ্যালো বন্ধুরা, আজকে আমরা তাপ কাকে বলে এবং তাপ কয় প্রকার ও কি কি অর্থাৎ তাপের প্রকারভেদ নিয়ে জাকের এই পোস্টে বিস্তারিত আলোচনা করবো । পদার্থ বিজ্ঞনাএর এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষাতে প্রায়ই এসে থাকে তাই প্রশ্নটি মন দিয়ে পড়ুন এবং বন্ধুদের সাথেও শেয়ার করুন ।

তাপ কাকে বলে

Contents

তাপ হল একপ্রকার শক্তি যার প্রভাবে কোন বস্তুর উষ্ণতা বৃদ্ধি পায় অথবা অবস্থার পরিবর্তন ঘটে । তাপের প্রভাবে কোন বস্তুর উষ্ণতা বাড়তেও পারে অথবা কমতেও পারে । তাপের অধিক প্রয়োগে উষ্ণতা বাড়ে এবং কম প্রয়োগে উষ্ণতা কমে ।

তাপ কয় প্রকার ও কি কি

তাপ প্রধানত তিন প্রকার এর হয়ে থাকে, যথা-

১) বোধগম্য তাপ

২) লীন তাপ

৩) বিকীর্ণ তাপ

বোধগম্য তাপ কাকে বলে?

অবস্থার পরিবর্তন না ঘটিয়ে কেবলমাত্র উষ্ণতার পরিবর্তন ঘটাতে কোন বস্তু কর্তৃক যে তাপ গৃহীত বা বর্জিত হয় তাকে বোধগম্য তাপ বলে । বোধগম্য তাপ ক্যালোরিমিটার এর সাহায্যে পরিমাপ করা হয় ।

লীন তাপ কাকে বলে

উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে কেবলমাত্র অবস্থার পরিবর্তন ঘটাতে কোন পদার্থ কর্তৃক যে তাপ গৃহীত বা বর্জিত হয় তাকে ওই পদার্থের অবস্থার পরিবর্তনের লীন তাপ বলে ।

বিকীর্ণ তাপ কাকে বলে

যে তাপ কোন মাধ্যম ছাড়াই অথবা মাধ্যম থাকলেও মাধ্যম কে উত্তপ্ত না করেই বিকীর্ণ পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয় তাকে বিকীর্ণ তাপ বলে ।

এসিড কাকে বলে

যেসব পদার্থগুলি জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দান করে তাদের এসিড বলে ।

যেমন- সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড

ক্ষারক কাকে বলে?

ধাতু বা ধাতুর ন্যায় ক্রিয়াশীল যৌগমূলকের হাইড্রোক্সাইড এবং অক্সাইড যা এসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে তাকে ক্ষারক বলা হয় ।

উদাহরণ-  Ca(OH)2 + H2SO4 ——-> CaSO4+ 2H2O

এসিড ও ক্ষারকের মধ্যে পার্থক্য

এসিড-

১) এসিড ক্ষারকের সাথে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে ।

২) এসিড নীল লিটমাস কে লালে পরিণত করে ।

৩) এসিড অম্ল স্বাদ যুক্ত হয় ।

৪) এসিড খুব তীব্র এবং ক্ষতিকর হয় ।

৫) এর PH এর মান 7 এর কম হয় ।

ক্ষারক-

১) ক্ষারক এসিড এর সাথে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে ।

২) ক্ষারক লাল লিটমাস কে লালে পরিণত করে ।

৩) ক্ষারক কটু স্বাদযুক্ত হয় ।

৪) ক্ষারক এসিডের তুলনায় কম ক্ষতিকর ।

৫) এর PH এর মান 7 এর বেশী হয় ।

আজকের এই পোস্ট টি আপনাদের কেমন লাগলো তা নীচে কমেন্ট করে জানাও । আমাদের এই ওয়েবসাইটে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের আলোচনা করা হয় ।

Leave a Comment

error: