ক্রেবস চক্র কাকে বলে ?

আজকে আমরা ক্রেবস চক্র কাকে বলে, ক্রেবস চক্র কোথায় ঘটে, ক্রেবস-চক্রকে TCA চক্র বলে কেন এই সম্পর্কে আলোচনা করবো ।

ক্রেবস চক্র কাকে বলে ?

Contents

সবাত শ্বসনের দ্বিতীয় পর্যায়ে পাইরুভিক অ্যাসিড থেকে উৎপন্ন অ্যাসিটাইল কো-এ মাইটোকনড্রিয়ার মধ্যে প্রবেশ করে যে চক্রাকার মাধ্যমে বিভিন্ন প্রকার জৈব অ্যাসিড, কার্বন ডাই-অক্সাইড ও জল উৎপন্ন করে তাকে ক্রেবস-চক্র বলে ।

ইংরেজ প্রাণ রসায়নবিদ স্যার হ্যান্স ক্রেবস ১৯৩৭ সালে এ চক্রটির তথ্য তুলে ধরেন। তার নাম অনুসারে এ চক্রটিকে ক্রেবস চক্র বলে।

ক্রেবস চক্র কি ?

ক্রেবস চক্র হলো সবাত শসনের তৃতীয় ধাপ যেখানে 2 কার্বন বিশিষ্ট আসিটাইল Co-A জারিত হয় এবং দুই অণু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে । এই বিক্রিয়া টি মাইটোকন্ড্রিয়া তে সংঘটিত হয় । কার্বন ডাই অক্সাইড ছাড়াও এই চক্র তে তিন অণু NADH+H+ , এক অণু FADH2 এবং এক অণু GTP উৎপন্ন হয়।

ক্রেবস চক্র কোথায় ঘটে ?

ক্রেবস চক্র মাইটোকন্ড্রিয়া তে ঘটে ।

ক্রেবস চক্র কোথায় সংগঠিত হয় ?

ক্রেবস চক্র মাইটোকন্ড্রিয়া তে সংগঠিত হয় ।

ক্রেবস-চক্রকে TCA চক্র বলে কেন?

ক্রেবস-চক্রের প্রথম উৎপন্ন অ্যাসিডটি হল সাইট্রিক অ্যাসিড । সাইট্রিক অ্যাসিডে তিনটি কার্বক্সিলিক (-COOH) মূলক থাকায় ক্রেবস-চক্রকে TCA চক্র বা ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র বলে |

ক্রেবস চক্রের ছবি ?

ক্রেবস চক্র কত সালে আবিষ্কৃত হয়?

ক্রেবস চক্র 1937 সালে আবিষ্কৃত হয় |

C4 চক্রকে ডাই-কার্বক্সিলিক চক্র বলে কেন?

এই চক্রে স্থায়ী যৌগ হিসেবে প্রথম কার্বক্সিলিক্স যৌগ অর্থাৎ ৪ কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসেটিক অ্যাসিড উৎপন্ন হয়, তাই C-4 চক্রকে ডাই-কার্বক্সিলিক্স চক্র বলা হয় ।

Leave a Comment

error: