হ্যালো বন্ধুরা, আজকে আমরা ক্রমিক সংখ্যা কাকে বলে তা নিয়ে আজকের এই পোস্টে বিস্তারিত আলোচনা করছি । গণিতের এই প্রশ্নগুলির উত্তর জানা খুবই জরুরি তাই উত্তরগুলি মন দিয়ে পড়ুন এবং ভালো লাগলে বন্ধুদের সাথেও শেয়ার করুন ।
ক্রমিক সংখ্যা কাকে বলে?
Contents
যে সকল সংখ্যাকে একটি নির্দিষ্ট ক্রম অনুযায়ী সাজানো যায় তাদের ক্রমিক সংখ্যা বলে ।
ক্রমিক সংখ্যা বিভিন্ন প্রকার এর হতে পারে, যেমন-
ক্রমিক স্বাভাবিক সংখ্যা- ১,২,৩,৪,৫,৬,৭,৮………।
ক্রমিক জোড় সংখ্যা- ২,৪,৬,৮,১০,১২,১৪,১৬,১৮………।
ক্রমিক বিজোড় সংখ্যা- ১,৩,৫,৭,৯,১১,১৩,১৫,১৭,১৯,২১…………।
জোড় সংখ্যা কাকে বলে?
যেসব সংখ্যা নিঃশেষে ২ দ্বারা বিভাজ্য তাদের জোড় সংখ্যা বলে ।
যেমন- ২, ৪, ৬, ৮, ১০ ১২, ১৪, ১৬ ইত্যাদি ।
বিজোড় সংখ্যা কাকে বলে?
যেসব সংখ্যা গুলি ২ দ্বারা বিভাজ্য নয় অর্থাৎ ২ দ্বারা ভাগ করলে ভাগশেষ ১ পাওয়া যায় তাদের বিজোড় সংখ্যা বলে ।
যেমন- ৩, ৫, ৭, ৯, ১১, ১৩, ১৫, ১৭ ইত্যাদি ।
মৌলিক সংখ্যা কাকে বলে?
যেসব সংখ্যা ১ এবং একমাত্র সেই সংখ্যা দ্বারাই নিঃশেষে বিভাজ্য তাকে মৌলিক সংখ্যা বলে ।
যেমন- ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩ ইত্যাদি ।
১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা
১ থেকে ১০০ পর্যন্ত মোট ২৫ টি মৌলিক সংখ্যা আছে । এগুলি হল- ২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯, ২৯, ৩১, ৩৭, ৪১, ৪৩, ৪৭, ৫৩, ৫৯, ৬১, ৬৭, ৭১, ৭৩, ৭৯, ৮৩, ৮৯, ৯৭
১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যার যোগফল হল- ১০৬০
১ থেকে ২০০ পর্যন্ত মৌলিক সংখ্যা
১ থেকে ২০০ পর্যন্ত মোট ৪৬ টি মৌলিক সংখ্যা আছে । এগুলি হল- ২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯, ২৯, ৩১, ৩৭, ৪১, ৪৩, ৪৭, ৫৩, ৫৯, ৬১, ৬৭, ৭১, ৭৩, ৭৯, ৮৩, ৮৯, ৯৭, ১০১, ১০৩, ১০৭, ১০৯, ১১৩, ১২৭, ১৩১, ১৩৭, ১৩৯, ১৪৯, ১৫১, ১৫৭, ১৬৩, ১৬৭, ১৭৩, ১৭৯, ১৮১, ১৯১, ১৯৩, ১৯৭, ১৯৯