আপনি কি আধার কার্ড এর মাধ্যমে লোন নিতে চান , তাহলে আপনি সঠিক জায়গায় ক্লিক করেছেন । আজ আপনি কিভাভে শুধুমাত্র আপনার আধার কার্ড এর মাধ্যমেই লোন নিতে পারবেন তা এই পোস্ট এ ভালো ভাবে লেখা হল । এই পোস্ট টি আপনার জন্য খুব এই উপযোগী হবে । আধার কার্ড আমাদের ভারতবর্ষের এমন একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট যা সরকারী থেকে শুরু করে বেসরকারি সমস্ত জায়গা তেই এর প্রয়োজন হয়ে থাকে । সরকারি বিভিন্ন প্রকল্পে অথবা অন্যান্য যেকোনো কাজেই যেমন আধার কার্ড এর প্রয়োজন হয়ে থাকে ঠিক তেমনই এমন কিছু বেসরকারি কোম্পানি সামনে এসেছে যারা শুধুমাত্র আপনার আধার কার্ড দেখেই আপনাকে নতুন ব্যবসার জন্য লোন, হোম লোন, দিয়ে দেয়
আমাদের অনেক সময় ছোট বড় বিভিন্ন অথবা কোন ব্যাবসা এর কাজে টাকার প্রয়োজন হয় সেই সময় আমাদের মাথায় কিন্তু লোন এর কথায় প্রথমে আসে । আর এই আধার কার্ড এর মাধ্যমে লোন নেওয়া কিন্তু খুব এই সহজ । আমরা দেখেছি ব্যাংক এর মাধ্যমে কোন লোন নিতে হলে আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় । এছাড়া ব্যাংক এ লোন নেওয়ার সময় আপনাকে প্রচুর ডকুমেন্ট তাদের কাছে জমা করতে হয় । এই সব এর হাথ থেকেই আপনাকে রেহাই দিতে কিছু কিছু বেসরকারি কোম্পানি সামনে এসেছে যা আপনাকে ব্যাংক এর থেকেউ কম সুদে লোন প্রদান করে থাকে ।
aadhar card theke loan
Contents
আপনার আধার কার্ড টি থাকলেই এই সংস্থা আপনাকে ১ লক্ষ টাকা পর্যন্ত লোন প্রদান করে থাকবে । এরা খুব সহজেই আপনাকে লোন দিয়ে দিবে এবং আপনার যে কাজের জন্য অর্থের প্রয়োজন সেটাও পূরণ হয়ে যাবে । তবে হ্যাঁ আপনি যদি লোন পরবর্তী সময় এ মেটাতে পারেন তবেই কিন্তু আপনি লোন এর জন্য আবেদন করবেন ।
aadhar card loan এর জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট
আধার কার্ড থেকে লোন নেওয়ার জন্য আপনার ব্যাংক এ অ্যাকাউন্ট থাকা প্রয়োজন কারণ সেই অ্যাকাউন্ট এই আপনার লোন এর রাশি টি পাঠানো হবে । এরা কোন রকম নগদ ভাবে লেনদেন করেন না ।
- আধার কার্ড
- প্যান কার্ড
- ব্যাংক এর পাসবুক
aadhar card loan এর জন্য শর্তাবলী
আধার কার্ড লোন এপ্লাই করার জন্য নিম্নলিখিত শর্তাবলি থাকা প্রয়োজন –
- আপনাকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে ।
- আপনার বয়স ১৮ বছর এর উর্ধে হতে হবে ।
- আপনার আগে থেকে লোন নেওয়া থাকলে হবে না ।
- ব্যক্তিটির প্যান কার্ড , আধার কার্ড, ব্যাংক এর খাতা
- ব্যক্তির লোন শোধ করার ক্ষমতা থাকতে হবে ।
Aadhar card theke loan apply
এবার আপনি দেখুন আপনি কীভাভে Aadhar card the loan apply করবেন । আপনি প্রথমে এই ওয়েবসাইট এ যান aadharhousing.com | এই ওয়েবসাইট থেকেই আধার কার্ড থেকে লোন দেওয়া হয় । এর পর হোমপেজ এ ‘I want to apply’ এ ক্লিক করতে হবে । এরপর আপনি যে কাজের জন্য লোন নিতে চান সেটা সিলেক্ট করতে হবে । এরপর আপনার কাছে একটি নতুন পেজ খুলে আসবে –
এবার আপনার নতুন পেজ এ
- আপনার নাম
- সঠিক মোবাইল নম্বর
- ই-মেল আইডি
- পিন কোড
- আপনার পেশা
- লোন নেওয়ার কারণ
- লোন এর পরিমাণ
- মাসিক আয়
- জন্ম তারিখ
- আপনি কোন রাজ্জ্যের বাসিন্দা
- নিকটবর্তী আধার কেন্দ্র
- আপনাকে যোগাযোগ করার সময়
এই বক্স গুলি পূরণ করার পর ‘submit’ এ ক্লিক করবেন । এবার আপনার কাছে একটি আধিকারিক ফোন কল আসবে তারা আপনার সঙ্গে আপনার লোন সঙ্ক্রান্ত সব সমস্যা জেনে নিবেন । তারাই আপনার একটি তারিখ ঠিক করে দিবে সেই তারিখ এ আপনাকে আপনার নিকটবর্তী আধার সেন্টার এ গিয়ে ডকুমেন্ট ভেরিফাই করতে হবে । আপনি লোন শোধ করতে পারবেন কি না সেই সিদ্ধান্ত পাশ হয়ে গেলেই কিছুদিন এর মধ্যেই আপনার প্রয়োজনীয় লোন আপনার ব্যাংক খাতাই চলে আসবে ।