Digital Ration Card west bengal: {apply online ,status check, form at wbpds.wb.gov.in}

আপনার কি এখনও পর্যন্ত Digital ration card  হইনি , তাহলে আজকে আপনার জন্য একটি সুখবর বেরিয়ে এসেছে । এবার আপনি বারিতে বসেই নিজের স্মার্ট ফোন এর মাধ্যমে অনলাইন আবেদন করতে পারবেন । আগে আপনাকে নানান সমস্যার সম্মুখীন হতে হত কিন্তু এবার আপনি সহজেই আপনার ডিজিটাল রেশন কার্ড এর আবেদন করতে পারবেন। আজকে এই পোস্ট টি তে আপনি রেশন কার্ড সম্পর্কে সমস্ত তথ্য জানতে পারবেন
What is digital ration card
রেশন কার্ড একটি  আপনার  গুরুত্বপূর্ণ ডকুমেন্টস যা প্রমান করে যে আপনি এই দেশের তথা পশ্চিমবঙ্গের বাসিন্দা । পরবর্তী সময় ডিজিটাল এর যুগ তাই এই সময় আপনার পুরনো রেশন কার্ডটি আপডেট করা খুব এই জরুরি । নীচে পরবর্তী স্টেপ এ আপনি কিভাভে আপনার রেশন কার্ডটি ডিজিটাল করবেন তার সম্পূর্ণ তথ্য  পেয়ে যাবেন ।

Digital ration Card new update

সরকার এর নতুন এর তথ্য অনুযায়ী যদি আপনার কাছে ডিজিটাল রেসন না থাকে তাহলে আপনি আপনার ব্লক এ SDO  এর কাছে গিয়ে কুপন নিয়ে আপনি তা দেখিয়ে আপনার নিকটবর্তী রেশন ডিলার এর কাছ থেকে আগামি ৬ মাস ৫ কেজি রেশন পেয়ে যাবেন ।

How to apply Digital Ration Card

১) এই লিঙ্ক এ official website  wbpds.wb.gov.in ক্লিক করলেই সরাসারি পেজ এ পৌঁছে যাবেন
২)* Subsidized ration card or convert to non subsidized ration card * এই লিঙ্ক
এ গিয়ে ক্লিক করবেন ।
৩) এখানে আপনি আপনার মোবাইল নাম্বার টি টাইপ করবেন এবং আপনার নাম্বার এ যে OTP টি আসবে সেটা এখানে দিয়ে দিতে হবে ।
৪) মোবাইল নাম্বার ভেরিফাই হয়ে গেলে আপনি আপনার প্রয়োজন মতো দুটি,প্রথমটি যদি আপনার রেশন কার্ড থাকে এবং দ্বিতয়টি যদি আপনি সম্পূর্ণ নতুন রেশন কার্ড বানাবেন তার জন্য ।
 ৫) এর পর আপনি আপনার পারিবার এর মেম্বার দের নাম ও তথ্য যুক্ত করে তা সেভ ও সাবমিট করে দিতে হবে ।
৬) এরপর আপনার  এপ্লিকেশন নাম্বার টি আপনি পেয়ে যাবেন ।

Documents required for digital ration card

১) আধার কার্ড
২)আপনার সঠিক ফোন নাম্বার
৩) ভোটের কার্ড ( যদি থাকে )
৪) ইমেইল
৫)বয়স প্রমান
৬)পুরাতন রেশন কার্ড যদি থাকে

PDF of Digital ration card details online/ offline

আপনি এই PDF টি ডাউনলোড করে   অনলাইন ও  অফলাইন এ রেশন কার্ড আবেদন করার সমস্ত তথ্য পেয়ে যাবেন ।

Eligibility criteria of applying the card

* আবেদনকারীকে অবশ্যই ভারত এর নাগারিক হতে হবে ।
* আপনার যদি পুরনো কার্ড টি থাকে তবে আপনি নতুন করিয়ে নিতে পারবেন ।
* অথবা সম্পূর্ণ নতুন ও করতে পারেন ।

How to apply digital ration card offline

আপনি যদি অফলাইন আবেদন করতে চান তাহলে দুটি ফর্ম
এই ফর্ম গুলি ডাউনলোড করার পর আপনার যা যা তথ্য সেখানে চাইবে তা পুরন করে নিতে হবে । এরপর আপনি সেই ফর্ম নিয়ে  আপনার নিকটবর্তী রেশন ডিলার , ফুুড সাপ্লাই আফিসার এর কাছে গিয়ে জমা করে দিতে হবে ।

 online status আপনার কার্ড আপনি কিভাভে চেক করবেন ?

আপনি আপনার রেশন কার্ড এর স্ট্যাটাস দেখার জন্য এই লিঙ্ক এ ক্লিক করলেই আপনি একটি পেজ এ চলে যাবেন সেখানে আপনি Form Type সিলেক্ট করে  16 Digit এর অ্যাপ্লিকেশান নাম্বার পুট করলেই আ করুনপনি স্ট্যাটাস দেখতে পাবেন

How to check nearest ration card shop

১) এই লিঙ্ক এ ক্লিক করে পেজ এ প্রবেশ করুন
২) এর পর * E CITIZEN *  অপসেন এ ক্লিক করুন
৩) Locate your nearest ration shop   এতে ক্লিক করবেন
৪)নিজস্ব ব্লক সিলেক্ট করুন
৫)এর পর  Display Fps এ ক্লিক করার পর লিস্ট টি বেরিয়ে আসবে

Link your digital Ration card with Aadhar card

online  ঃ আপনি আফিসিয়াল সাইট এ গিয়ে Link Ration card with aadhar card এই লিঙ্ক এ ক্লিক করবেন
এরপর যে নতুন পেজ টি আসবে সেটাতে আপনার যা যা তথ্য চাইবে তা সব দিয়ে  *Submit*
এ ক্লিক করবেন
Offline  আপনি যদি আপনার ডিজিটাল আধার কার্ড লিঙ্ক করতে চান তবে আপনার পরিবার এর যার যার আধার কার্ড যুক্ত হবে তাদের ফটো কপি ও আধার কার্ড জেরক্স কপি আপনার নিকটবর্তী ফুড  সাপ্লাই ডিপার্টমেন্ট এ জমা দিতে হবে ।

FAQ

1 ) where to apply digital ration card ?
> at official website www.wbpds.wb.gov.in
2) why digital Ration card important to you ?
> It gives your identity that you are the citizen of India
3) how many types of ration card available ?
>There are 2 types of Ration card subsidized and Non -subsidized
4) Beneficiary details of Ration card
> you can get ration at only 5 rupees only .
5) can anyone apply who is under 18 years old ?
> no, but they are included in their parents card. After 18 years of age they can apply for a separated card

Leave a Comment

error: