ষষ্ঠ শ্রেণী গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৬। September Month 2023

হ্যালো বন্ধুরা, আজকে এই পোস্ট এ আমরা ষষ্ঠ শ্রেণী গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৬ নিয়ে আলোচনা করছি ।  আশা করি এই পোস্ট টি তোমাদের প্রশ্নের উত্তর জানতে বিশেষ ভাবে সাহায্য করবে এবং তোমরা খুব এই উপকৃত হবে ।

Class 6 Mathematics Model Activity Task (ষষ্ঠ শ্রেণী গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৬) এর সমস্ত উত্তরগুলি নীচে দেওয়া হল তাই সময় নষ্ট না করে উত্তর গুলি তাড়াতাড়ি দেখে নাও ।

Class 6 Mathematics Model Activity Task 6

Mathematics

Part-6

Activity-1

নিচের প্রশ্নগুলির উত্তর লেখ :

  1. বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন (MCQs):

(i) 14 অংশ ডিম নষ্ট হলে , ডিম নষ্ট হয়েছে শতকরা
(a) 25%
(b) 14%
(c) 100%
(d) 40%

ধরি, 1 টি ডিম = 1 অংশ

অর্থাৎ, 100/14*100 = 14

উত্তরঃ (a) 14%

(i) 500 গ্রাম =
(a) 0.05 কি.গ্রা.
(b) 500 × 1000 কি.গ্রা.
(c) 0.5 কি.গ্রা.
(d) 5 × 100 কি.গ্রা.

উত্তরঃ (c) 0.5 কি.গ্রা.

(i) 0.3 , 0.16 , 0.1 সংখ্যাগুলিকে মানের উর্ধক্রমে সাজালে পাওয়া যাবে
(a) 0.3 , 0.16 , 0.1
(b) 0.1, 0.16 , 0.3
(c) 0.1, 0.3, 0.16
(d) 0.3, 0.1 , 0.16

উত্তরঃ মানের উর্ধক্রমে সাজালে পাওয়া যাবে (b) 0.1, 0.16 , 0.3

(i) 3,5 ও 1,15 এর
(a) গ.সা.গু সমান কিন্তু ল.সা.গু অসমান
(b) গ.সা.গু অসমান কিন্তু ল.সা.গু সমান
(c) গ.সা.গু অসমান এবং ল.সা.গু অসমান
(d) গ.সা.গু সমান এবং ল.সা.গু সমান

উত্তরঃ (d) গ.সা.গু সমান এবং ল.সা.গু সমান

Activity-2

2. বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও

(i) একটি নিরেট চোঙের বক্রতল এবং সমতলের সংখ্যা যথাক্রমে (a) 1,1
(ii) একটি নিরেট শঙ্কুর বক্রতল এবং সমতলের সংখ্যা যথাক্রমে (b) 1,2
(iii) বর্গাকার ভূমিযুক্ত প্রিজমের ধার সংখ্যা এবং তলসংখ্যা যথাক্রমে (c) 8,5
(iv) বর্গাকার ভূমিযুক্ত পিরামিডের ধার সংখ্যা এবং তলসংখ্যা যথাক্রমে (d) 12,6

প্রশ্নের উত্তরঃ

(i) → (b) 1,2
(ii) → (b) 1,1
(iii) → (b) 12,6
(iv) → (b) 8,5

Activity-3

নিচের শব্দগুলি উপরের কোন চিত্রগুলির সঙ্গে যুক্ত মেলাও ( যেকোনো 2 টি )

A. সমরেখ চিত্র (c)
B. অসমরেখ চিত্র (b)
C. সমবিন্দু চিত্র (a)

উত্তরঃ

A. সমরেখ → চিত্র (b)
B. অসমরেখ → চিত্র (a)
C. সমবিন্দু → চিত্র (c)

(ii) A হাতের কাজে 50 এর মধ্যে 20 নম্বর পেয়েছে কিন্তু B 25 এর মধ্যে 10 নম্বর পেয়েছে । কে বেশী নম্বর পেয়ছে শতকরার সাহায্যে নির্ণয় কর।

A 50 এর মধ্যে 20 নম্বর পেয়েছে অর্থাৎ 20/50% =40% নম্বর পেয়েছে ।

B 25 এর মধ্যে 10 নম্বর পেয়েছে অর্থাৎ 10/25% =40% নম্বর পেয়েছে ।

অতএব বলা যাবে যে, A ও B উভয়েই সমান নম্বর পেয়েছে ।

(iii) একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 14.4 সেমি। ত্রিভুজটির 1টি বাহুর দৈর্ঘ্য দশমিক সংখ্যায় লেখ।

উত্তর – (14.4 ÷ 3 ) সেমি = 4.8 সেমি ।

(i) সংখ্যারেখার সাহায্যে বিয়োগফল নির্ণয় কর। (+7) – ( -5)

উত্তর – (+7) – ( -5) = (+7) + ( +5) = +12

আরও পড়ুন –

Leave a Comment

error: