শক্তি ও ক্ষমতার মধ্যে পার্থক্য লেখ ?

আজকে আমরা শক্তি ও ক্ষমতার মধ্যে পার্থক্য গুলি কি কি তা সম্পর্কে আলোচনা করছি ।

শক্তি কাকে বলে ?

Contents

কাজ করার ক্ষমতা কে শক্তি বলা হয় । শক্তির একক কে জুল বলা হয় ।

ক্ষমতা কাকে বলে ?

সাধারণ ভাবে কাজ করার সামর্থ্য কে ক্ষমতা বলা হয় । এই ক্ষমতা কেবল কর্মের মাধ্যমেই উপলব্ধি করা যায় ।

শক্তি ও ক্ষমতার মধ্যে পার্থক্য ?

শক্তি ক্ষমতা
কোন বস্তুর কাজ করার ক্ষমতা কে শক্তি বলা হয় । কোন বস্তুর কাজ করার সামর্থ্য কে ক্ষমতা বলা হয় ।
শক্তি দ্বারা মোট কাজের হিসাব পাওয়া যায়। ক্ষমতা দ্বারা একক সময় কাজের হিসাব পাওয়া যায়।
শক্তি পরিমাপের জন্য সময় প্রয়োজন হয় না। ক্ষমতা পরিমাপের জন্য সময় প্রয়োজন হয়।
শক্তির একক জুল (M.K.S) ক্ষমতার একক ওয়াট (M.K.S)
শক্তি = F × S ক্ষমতা , P = w/t
শক্তিকে ধরে রাখা যায় না । ক্ষমতা কে ধরে রাখা যায় ।

Leave a Comment

error: