লেন্স সম্পর্কিত সমস্ত প্রশ্ন ও উত্তর

আজকে আমরা লেন্স সম্পর্কিত সমস্ত প্রশ্ন ও উত্তর সম্পর্কে আলোচনা করছি এই পোস্ট এ

 🔸  লেন্স সম্পর্কিত সমস্ত প্রশ্ন ও উত্তর  🔸

Contents

লেন্স সম্পর্কিত সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নীচে উত্তর সহ দেওয়া হল । এই প্রশ্নগুলি পরীক্ষাতে আসার সম্ভাবনা অনেক বেশী ।

লেন্স কাকে বলে ?

দুটি নির্দিষ্ট জ্যামিতিক তল দ্বারা বেষ্টিত সমসত্ব এবং স্বচ্ছ প্রতিসারক মাধ্যমের অংশ বিশেষকে লেন্স বলে ।

লেন্স কয় প্রকার ও কি কি ?

লেন্স যথাক্রমে দুই প্রকার এর হয় – ১) উত্তল লেন্স বা অভিসারী লেন্স ২) অভিসারী লেন্স অপসারী লেন্স

উত্তল লেন্স বা অভিসারী লেন্স কাকে বলে ?

যে লেন্সের মধ্যস্থল মোটা এবং প্রান্তের দিকটা অপেক্ষাকৃত সরু তাকে উত্তল বা অভিসারী লেন্স বলে ।

অবতল লেন্স অপসারী লেন্স কাকে বলে ?

যে লেন্সের মধ্যস্থল সরু এবং প্রান্তের দিকটা মোটা তাকে অবতল বা অপসারি লেন্স বলে ।

লেন্সের ক্ষমতার একক কি?

লেন্সের ক্ষমতার একক হলো ডাইঅপ্টার।

বক্রতা কেন্দ্র কাকে বলে ?

লেন্সের উভয় তলই যদি গোলীয় হয় তবে এরা প্রত্যেকে একটি নির্দিষ্ট গোলকের অংশ হবে ।ওই গোলকের কেন্দ্রকে ওই তলের বক্রতা কেন্দ্র বলে ।

বক্রতা ব্যাসার্ধ কাকে বলে ?

লেন্সের কোনো তল যে গোলকের অংশ হবে ওই গোলকের ব্যাসার্ধকে ওই তলের বক্রতা ব্যাসার্ধ বলে ।

আলোককেন্দ্র কাকে বলে ?

যদি কোনো আলোক-রশ্মি লেন্সের কোনো তলে এরূপভাবে আপতিত হয় যে, লেন্সের ভিতর দিয়ে প্রতিসৃত হয়ে দ্বিতীয় তল থেকে নির্গত হওয়ায় সময় এটি আপতিত রশ্মির সমান্তরালভাবে নির্গত হয়, তবে লেন্সের ভিতরে প্রতিসৃত রশ্মির গতিপথ প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুকে লেন্সের আলোককেন্দ্র বলে ।

প্রধান অক্ষ কাকে বলে ?

যদি লেন্সের দুই তল গোলীয় হয় তবে ওই তলদুটির বক্রতা কেন্দ্র দুটিকে যোগ করলে যে সরলরেখা পাওয়া যায় তাকে ওই লেন্সের প্রধান অক্ষ বলে ।

 ফোকাস তল কাকে বলে ?

মুখ্য ফোকাসের মধ্য দিয়ে লেন্সের প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে অবস্থিত তলকে লেন্সের ফোকাস তল বলে ।

ফোকাস দূরত্ব কাকে বলে ?

কোন আলোক মাধ্যম আলোকে যে পরিমাণে অভিসারিত বা অপসারিত করে তাকে ঐ মাধ্যমের ফোকাস দূরত্ব বলে।

প্রধান ফোকাস কাকে বলে ?

প্রধান অক্ষের নিকটবর্তী ও সমান্তরাল রশ্মি গুচ্ছ কোনো গোলীয় দর্পণে আপতিত হয়ে প্রতিফলনের পর প্রধান অক্ষের উপর যে বিন্দুতে মিলিত হয় বা যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় তাকে ঐ দর্পণের প্রধান ফোকাস বলে।

প্রতিবিম্ব কাকে বলে ?

কোনো বিন্দু হতে নিঃসৃত আলোক রশ্মিগুচ্ছ কোনো তলে প্রতিফলিত বা প্রতিসরিত হওয়ার পর দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয় বা দ্বিতীয় কোনো বিন্দু হতে অপসারিত হচ্ছে বলে মনে হয়। তখন ঐ দ্বিতীয় বিন্দুটিকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলে।

প্রতিবিম্ব কয় প্রকার এর হয় ?

প্রতিবম্ব দুই প্রকার এর হয় । ১) বাস্তব বা সদ প্রতিবিম্ব ২) অবাস্তব বা অসদ প্রতিবিম্ব ।

সদ প্রতিবিম্ব কাকে বলে ?

কোনো বিন্দু হতে নিঃসৃত আলোকরশ্মিগুচ্ছ কোনো তলে প্রতিফলিত বা প্রতিসরিত হয়ে দ্বিতীয় কোনো বিন্দুতে প্রকৃতপক্ষে মিলিত হলে দ্বিতীয় বিন্দুটি প্রথম বিন্দুর বাস্তব বা সদ প্রতিবিম্ব। আর প্রকৃতপক্ষে মিলিত না হলে তা অবাস্তব বা অসদ প্রতিবিম্ব।

দর্পণ কাকে বলে ?

যে মসৃন তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে দর্পণ বা আয়না বলে।

গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ কাকে বলে ?

একটি গোলীয় দর্পণ যে গোলকের অংশ সেই গোলকের ব্যাসার্ধকে ওই গোলকের বক্রতা ব্যাসার্ধ বলে।

সমতল দর্পণের ফোকাস দূরত্ব কত ?

সমতল দর্পণের ফোকাস দূরত্ব অসীম ।

দর্পণের বক্রতা ব্যাসার্ধ এবং ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক কি ?

কোন লেন্সের বক্রতা ব্যাসার্ধ (R) এবং ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক হল -ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের অর্ধেক।

সমতল দর্পণে রৈখিক বিবর্ধন 3.5 বলতে কি বোঝায় ?

কোন বস্তুর প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন 3.5 বলতে বোঝায়, ওই বস্তুর প্রতিবিম্ব ও ঐ বস্তুর আকার এর অনুপাত 3.5। অর্থাৎ বস্তুর প্রতিবিম্ব বস্তুটির প্রকৃত আকারের চেয়ে 3.5 গুন বড় ।

Leave a Comment

error: