যোজ্যতা ইলেকট্রন কাকে বলে। হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস

আজকে আমরা যোজ্যতা ইলেকট্রন কাকে বলে তা নিয়ে আলোচনা করছি ।

যোজ্যতা ইলেকট্রন কাকে বলে ?

Contents

কোণ মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথে যে কয়টি ইলেকট্রন থাকে তার সংখ্যাকে ওই মৌলের যোজ্যতা ইলেকট্রন বলে । যেমন : ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাসে শেষ কক্ষপথ L এ 5 টি ইলেকট্রন আছে, অর্থাৎ ফ্লোরিনের যোজ্যতা ইলেকট্রন আছে 5 টি ।

যোজ্যতা স্তর কাকে বলে?

যোগ্যতা গঠনে সর্ববহিস্থ স্তরের ইলেকট্রন অংশগ্রহণ করে বলে পরমাণুর স্তরকে যোজ্যতা স্তর বলে।

হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস

হিলিয়ামের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা 2 এবং ভর সংখ্যা 4.

হিলিয়ামের নিউক্লিয়াসে দুইটি প্রোটন এবং নিউক্লিয়াসের বাহিরে প্রথম শক্তিস্তরে s-অরবিটালে দুটি ইলেকট্রন বিদ্যামান থাকে।

হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস
He(2) —–> 1s².

Leave a Comment

error: