ভারতের কয়টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে ?

আপনি কি জানেন ভারতের মধ্যে কয়টি রাজ্য ও কয়টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে ? আপনি আজ ঠিক জায়গা তেই এসেছেন আজ আমরা ভারতের রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চল সম্পর্কে বিশদে বর্ণনা করবো । আমাদের ভারতবর্ষে ২৮ টি রাজ্য এবং ৯ টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে । আপনাদের জানিয়ে রাখি ভারত ক্ষেত্রফল এর হিসেবে পৃথিবীর সবচেয়ে বড় দেশ । আর জনসংখ্যার দিক দিয়ে বিচার করলে ভারত পৃথিবীর মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে চীন এর পরেই । আমদের ভারতবর্ষের রাজ্য গুলিকে ভাষার ভিত্তিতে ভাগ করা হয়েছে । বিশাল আকৃতির এই দেশকে ভালো ভাবে পরিচালনা করার জন্যই বিভিন্ন রাজ্য তে বিভক্ত করা হয়েছে । আমরা বিভিন্ন রাজ্যে বিভিন্ন ভাষা একই সঙ্গে সঙ্গে বিভিন্ন রাজ্যের নিজ নিজ সংস্কৃতি দেখে থাকি ।

ভারতের মোট কতগুলি রাজ্য রয়েছে

Contents

আজকের দিনে ভারতে বর্তমান ২৮ টি রাজ্য এবং ৯ টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে । ২০১৪ সাল পর্যন্ত ভারতের ২৭ টি রাজ্য ছিল কিন্তু ২ ই জুন ২০১৪ সালে অন্ধ্রপ্রদেশ এর তেলেঙ্গানা একটি আলাদা রাজ্যে রুপান্তরিত হয় । আকার এর দিক দিয়ে রাজস্থান ভারতের সবচেয়ে বড় রাজ্য এবং জনসংখ্যার দিক দিয়ে বিচার করলে উত্তরপ্রদেশ এর জনসংখ্যা সবচেয়ে বেশী ।

ভারতের রাজ্য গুলির নাম

[wptb id=284]

ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল গুলির নাম

[wptb id=286]

Leave a Comment

error: