নিউক্লিয়ন সংখ্যা কি ।পারমাণবিক সংখ্যা কাকে বলে

নিউক্লিয়ন সংখ্যা কি এবং পারমাণবিক সংখ্যা কাকে বলে তা নিয়ে আলোচনা করা হবে এই পোস্ট এ ।

নিউক্লিয়ন সংখ্যা কি

Contents

পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন ও নিউট্রন এর মোট সংখ্যাকে নিউক্লিয়ন সংখ্যা বলে। যেমন- সোডিয়াম (Na) এর নিউক্লিয়াসে ১১ টি প্রোটন ও ১২ টি নিউট্রন আছে অর্থাৎ সোডিয়ামের নিউক্লিয়ন সংখ্যা (১১+১২) = ২৩ টি ।

পারমাণবিক সংখ্যা কাকে বলে

কোন মৌলের পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত মোট প্রোটন সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলে । যেমন – সোডিয়াম (Na) এর নিউক্লিয়াসে ১১ টি প্রোটন আছে অর্থাৎ সোডিয়ামের পারমাণবিক সংখ্যা ১১ ।

ভরসংখ্যা কাকে বলে

পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার সমষ্টিকে ভরসংখ্যা বলা হয় । ভরসংখ্যা কে A দ্বারা প্রকাশ করা হয় । ভরসংখ্যা কে নিউক্লিয়ন সংখ্যা ও বলা হয় । অর্থাৎ ভরসংখ্যা ও নিউক্লিয়ন সংখ্যা এক ।

যেমন – নিকেল এর প্রোটন সংখ্যা ২৮ এবং নিউট্রন সংখ্যা ৩১ অর্থাৎ নিকেল এর ভরসংখ্যা হল – ২৮+৩১ = ৫৯

আণবিক ভরের কোনো একক নেই কেন

আণবিক ভর হচ্ছে একটি অনুপাত সংখ্যা। যার কারণে এর কোন একক নেই।

আধুনিক সংজ্ঞা অনুসারে আণবিক ভর হচ্ছে- কোন পদার্থের একটি অণুর ভর এবং কার্বন-12 আইসোটোপের একটি পরমাণুর ভরের 1/12 অংশের অনুপাত।

সুতরাং আণবিক ভর অনুপাত সংখ্যা হাওয়াই এর কোন একক নেই।

ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যার মধ্যে সম্পর্ক

ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যার মধ্যে সম্পর্ক হল –

কোন মৌলের পরমাণুতে যদি P সংখ্যা প্রোটন থাকে এবং N সংখ্যক নিউট্রন থাকে তাহলে পরমাণুর ভর সংখ্যা M = P + N
অর্থাৎ ভর সংখ্যা = প্রোটন সংখ্যা + নিউট্রন সংখ্যা
আবার, প্রোটন সংখ্যা = পারমাণবিক সংখ্যা
অতএব, পারমাণবিক সংখ্যা = (ভর সংখ্যা) – (নিউট্রন সংখ্যা)
অর্থাৎ, পরমাণু ক্রমাঙ্ক P = M – N

ভর সংখ্যা সর্বদাই একটি পূর্ণ সংখ্যা হয় কেন

যেহেতু পরমাণুর প্রোটন ও নিউট্রন অবিভাজ্য, তাই প্রোটন ও নিউট্রনের সংখ্যা কখনোই ভগ্নাংশ হতে পারেনা। আর সেই কারণেই পরমাণুর ভর সংখ্যা সর্বদাই পূর্ণ সংখ্যা হবে।

উদাহরণ- নিকেল এর প্রোটন সংখ্যা ২৮ এবং নিউট্রন সংখ্যা ৩১ অর্থাৎ নিকেল এর ভরসংখ্যা হল – নিউট্রন + প্রোটন অর্থাৎ ২৮+৩১ = ৫৯

Leave a Comment

error: